চুক্তিপত্রের অপেক্ষায় ক্লাব, ইস্টবেঙ্গল সচিবকে চিঠি ক্ষুব্ধ প্রাক্তনদের

Must read

প্রতিবেদন : ফিফা ট্রান্সফার উইন্ডো খুলে গিয়েছে ৯ জুন থেকে। আইএসএলের অন্য দলগুলো যখন একের পর এক ফুটবলার সই করাতে ব্যস্ত তখন ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal Club) এখনও নতুন লগ্নিকারীর সঙ্গে চুক্তি চূড়ান্ত করে উঠতে পারেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবের নতুন লগ্নিকারী হিসেবে ইমামি গ্রুপের নাম ঘোষণার পর তিন সপ্তাহ কেটে গেলেও এখনও চুক্তির শর্ত, অংশীদারিত্ব নিয়ে দুই পক্ষ সমঝোতায় আসতে পারেনি। শোনা যাচ্ছে, এই সপ্তাহেই চুক্তিপত্রের খসড়া ক্লাবে পাঠিয়ে দেবে ইমামি গ্রুপ। এ সব দেখে বিরক্ত ক্লাবের প্রাক্তন ফুটবলাররা চিঠি পাঠালেন ইস্টবেঙ্গল সচিব কল্যাণ মজুমদারকে।

আরও পড়ুন: কমনওয়েলথে নেতা মনপ্রীত

আইএসএলে ব্যর্থতা, ক্লাবের ডামাডোল নিয়ে গত মরশুমেই প্রাক্তন ফুটবলারদের নিয়ে কমিটি তৈরি হয়েছিল। প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, অলোক মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু রায়, রহিম নবি, সুমিত মুখোপাধ্যায়, বিকাশ পাঁজিদের সই করা চিঠিতে লেখা হয়েছে, ট্রান্সফার উইন্ডো খুলেছে। অথচ ইস্টবেঙ্গল একেবারে চুপচাপ। ক্লাবের কোটি কোটি সমর্থকও আমাদের মতো চিন্তিত। নতুন লগ্নিকারী আসার পরেও কেন আমরা অগ্রগতি দেখতে পাচ্ছি না? আইএসএলের মানের উপযুক্ত দলগঠন সম্ভব না হলে ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal Club) শুধু কলকাতা লিগ, শিল্ড, ডুরান্ড কাপেই খেলুক। জোর করে আইএসএলে খেলে ক্লাবের ইতিহাস কালিমালিপ্ত করবেন না। আমরা আই লিগ, সন্তোষ ট্রফি দেখে কিছু প্রতিভাবান ফুটবলারের তালিকা ক্লাবকে তুলে দিয়েছিলাম তার কী হল, জানতে চাই।’’ এদিকে, ক্লাব কর্তারা আশা করছেন, চলতি সপ্তাহেই নতুন চুক্তিপত্রের খসড়া হাতে পেয়ে যাবেন। মঙ্গলবার বিকেলে ক্লাবে কর্মসমিতির বৈঠক ডেকেছেন কর্তারা।

Latest article