প্রতিবেদন : হামাস বনাম ইজরায়েলের মধ্যে চলতে থাকা লড়াইয়ের একাদশ দিনে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৪ হাজার পেরিয়েছে। গাজায় ঢুকে হামাস জঙ্গিদের নিকেশ করছে ইহুদি সেনা। এই পরিস্থিতির শুরু থেকেই ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে আমেরিকা। বর্তমানে তেল আভিভে রয়েছেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। সেখান থেকেই তিনি জানান, বুধবার যুদ্ধবিধ্বস্ত ইজরায়েলে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Israel- Joe Biden)।
রয়টার্স সূত্রে খবর, মঙ্গলবার তেল আভিভে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে দীর্ঘ বৈঠকের পর মার্কিন বিদেশসচিব ব্লিঙ্কেন জানিয়েছেন, বুধবার ইজরায়েল সফরে আসবেন মার্কিন প্রেসিডেন্ট। খতিয়ে দেখবেন যুদ্ধ পরিস্থিতি। হামাস হামলার বিরুদ্ধে যে ইজরায়েলের প্রতিরক্ষার সম্পূর্ণ অধিকার আছে সেই বিষয়ে বৈঠক করবেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে।
উল্লেখ্য, গাজা ভূখণ্ডে পূর্ণ যুদ্ধের প্রস্তুতি নিয়ে সময়সীমা বেঁধে দিয়ে দক্ষিণ গাজায় বাসিন্দাদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহুর প্রশাসন। এই যুদ্ধে ইজরায়েলের পাশে দাঁড়ালেও গাজায় ইজরায়েলের এহেন হামলার বিরুদ্ধে সরব হতে দেখা যায় বাইডেনকে। রবিবার এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্টের (Israel- Joe Biden) মন্তব্য,‘‘বড় ভুল হবে।’’ সেইসঙ্গে বলেন, ‘‘হামাস বাহিনী কট্টরপন্থী, কিন্তু সমস্ত প্যালেস্তিনীয়ের পরিচয় হামাস নয়। তা মনে রাখতে হবে।’’ এহেন টালমাটাল পরিস্থিতির মাঝে ইজরায়েলে বাইডেনের সফর নিশ্চিতভাবেই তাৎপর্যপূর্ণ।
আরও পড়ুন- এখন থেকে ‘বস্তি’ নয়, ‘উত্তরণ’: ঘোষণা মুখ্যমন্ত্রীর