বুধবার সকালে প্রতিনিধি দল নিয়ে দুবাই থেকে মাদ্রিদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাদ্রিদ উড়ে যাওয়ার আগেই দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর সঙ্গে আচমকাই দেখা শ্রীলঙ্কার প্রেসিডেন্টের (Ranil Wickremesinghe- Mamata Banerjee) সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফরের জন্য তাঁকে শুভেচ্ছে জানিয়েছেন বিক্রমসিংঘে। একইসঙ্গে শ্রীলঙ্কায় যাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় (Ranil Wickremesinghe- Mamata Banerjee) শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, “শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমসিংঘের সঙ্গে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জে দেখা। তিনি আমার সঙ্গে কিছু আলোচনার ডেকেছিলেন। আমি তাঁর শুভেচ্ছায় বিনীত হয়েছি। তাঁকে কলকাতায় বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট ২০২৩-এ আমন্ত্রণ জানিয়েছি। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি আমাকে শ্রীলঙ্কা সফরের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন। এটি আনন্দদায়ক সাক্ষাৎ ছিল।”
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফর এই প্রথম। এই সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছে রাজ্য সরকারের প্রতিনিধিদল। আজই মাদ্রিদ পৌঁছে যাবেনল মুখ্যমন্ত্রী। BGBS-কে সামনে রেখে বিদেশের শিল্পপতিদের বাংলায় ডেকে আনার লক্ষ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর। শুক্রবার মাদ্রিদে বসবে এই শিল্প বৈঠক।
আরও পড়ুন- প্রতিনিধি দল নিয়ে দুবাই থেকে স্পেনের পথে মুখ্যমন্ত্রী