অভিষেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া যাবে না : আদালত

Must read

প্রতিবেদন : আজ, বুধবার ইডি দফতরে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কিন্তু তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। মঙ্গলবার আবারও জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। এদিন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের করা মামলার শুনানিতে হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ইডিকে মৌখিক নির্দেশ দেন, রায়দান না হওয়া পর্যন্ত যেন অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ না করা হয়।
মঙ্গলবার অভিষেকের (Abhishek Banerjee) আইনজীবী অভিষেক মনু সিংভি হাইকোর্টের শুনানিতে বলেন, ১৩ সেপ্টেম্বর বুধবার আমার মক্কেলকে তলব করেছে ইডি। বুধবারই ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির প্রথম বৈঠক। আর ওইদিনই, সমন্বয় কমিটির বৈঠকের প্রথমদিনই আমার মক্কেল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তলব করে ইডি। রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। তাঁর আবেদন ছিল, মামলা যতক্ষণ বিচারাধীন রয়েছে ততক্ষণ যেন কোনও পদক্ষেপ না করে ইডি। আদালত এই নির্দেশ দিক। শুনানিতে হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ইডিকে মৌখিক নির্দেশ দেন, রায়দান না হওয়া পর্যন্ত যেন অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ না করা হয়। মামলার পরবর্তী শুনানি ১৯ সেপ্টেম্বর।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর সঙ্গে আচমকাই দেখা শ্রীলঙ্কার প্রেসিডেন্টের, BGBS-এ আমন্ত্রণ জানালেন বিক্রমসিংঘেকে

Latest article