বঙ্গ

গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় এর পদ্মশ্রী ফেরানোর বিষয় নিয়ে কেন্দ্রকে তুলোধোনা কবীর সুমন, আবুল বাশারের

গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় পদ্মশ্রী প্রত্যাখ্যান নিয়ে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রের বিরুদ্ধে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বাংলার বিশিষ্টজনেরা। মঙ্গলবার, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পদ্ম সম্মানের তালিকা ঘোষণা করা হয়েছে। পদ্মশ্রী প্রাপকদের তালিকায় নাম রয়েছে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sadhya Mukherjee)। সংবাদ শোনার পরেই সেটা গ্রহণ করতে অস্বীকার করেছেন কিংবদন্তি গায়িকা। এই অবস্থায় বুধবার, প্রেস ক্লাবের সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় সিদ্ধান্তের তীব্র সমালোচনা করলেন কবীর সুমন (Kabir Suman), শুভাপ্রসন্ন (Shubhaprasanna), আবুল বাশার (Abul Basar), সুদেষ্ণা রায়রা (Sudeshna Ray)। সেখানে বিস্ফোরক অভিযোগ করেন প্রাক্তন তৃণমূল সাংসদ কবীর সুমন। তিনি বলেন, বিদ্বেষ থেকেই সন্ধ্যা মুখোপাধ্যায়কে পদ্মশ্রী দিয়েছে কেন্দ্রীয় সরকার। বিশিষ্ট লেখক আবুল বাশার বলেন, বাঙালিদের বিরুদ্ধে বিদ্বেষ রয়েছে কেন্দ্রের।

আরও পড়ুন-যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর আঘাত

এদিন সাংবাদিক বৈঠক থেকে কেন্দ্রকে তুলোধোনা করেন কবীর সুমন। তিনি বলেন, বিদ্বেষ থেকেই সন্ধ্যাকে পদ্মশ্রী দেওয়ার কথা ঘোষণা হয়েছে। এই বয়সে সন্ধ্যা মুখোপাধ্যায়কে পদ্মশ্রীর জন্য মনোনীত করে তাঁকে অপমান করেছে কেন্দ্র। নবতিপর সন্ধ্যা নিজেই সঙ্গীতের প্রতিষ্ঠান। এবারের পদ্মভূষণের তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁরা অনেকেই সন্ধ্যা মুখোপাধ্যায় ছাত্রতুল্য। এই কলকাতাতেই আরও দুজন রয়েছেন যাঁরা পদ্মভূষণ। সেখানে সন্ধ্যা মুখোপাধ্যায়কে পদ্মশ্রী দেওয়া একেবারেই কেন্দ্রের অজ্ঞতা এবং বাংলার প্রতি বিদ্বেষমূলক মনোভাবের পরিচয় দেয়। প্রাক্তন তৃণমূল সাংসদের কথায়, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান বাংলার প্রাণ। এই কলকাতা রবিশঙ্করকে, আলি আকবর খাঁকে তৈরি করেছে। সেখানকার একজনকে এই বয়সে পদ্মশ্রী দেওয়া মানে বাংলাকে অপমান করা। সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গীত জীবনের দীর্ঘ ইতিহাস এবং বিভিন্ন ঘরানার গানে তাঁর দক্ষতার কথা তুলে ধরেন কবীর সুমন।

আরও পড়ুন-ডিমের উৎপাদন বৃদ্ধিতে উদ্যোগ প্রাণিসম্পদ দফতরের

কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন বিশিষ্ট লেখক আবুল বাশারও। তিনি বলেন, বাঙালি বিদ্বেষ থেকেই এই সিদ্ধান্ত কেন্দ্রের। প্রকৃত প্রতিভাকে সম্মান করে না কেন্দ্রীয় সরকার। আবুল বাশারের কথায়, বাঙালির রোম্যান্স শুরু বঙ্কিমচন্দ্র দিয়ে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান দিয়ে। তিনি কত বড় মাপের শিল্পী তাঁর কোনো ধারনাই কেন্দ্রীয় সরকারের নেই। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় কণ্ঠের জাদুতে মুগ্ধ আপামর বাঙালি। সেই ঐতিহ্যের কথা কেন্দ্র জানে না বলেই তাঁকে পদ্মশ্রী দেওয়ার কথা ভাবতে পারে।

আরও পড়ুন-উদ্বেগজনক সুরজিৎ, পাশে রাজ্য সরকার

সাংবাদিক বৈঠকে উপস্থিত শুভাপ্রসন্ন বলেন সন্ধ্যা মুখোপাধ্যায়কে পদ্মশ্রীতে দেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্ত অত্যন্ত অপমানজনক। উপস্থিত থাকতে পারেননি কবি জয় গোস্বামী। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁর লেখা বিবৃতি পড়ে শোনান শুভাপ্রসন্ন।

চিত্রপরিচালক সাংবাদিক সুদেষ্ণা রায় বলেন, পদ্ম সম্মানের তালিকা যাঁরা তৈরি করেছেন, তাঁদের ধারনাই নেই সন্ধ্যা মুখোপাধ্যায় কে? একজন বাঙালিকে পুরস্কার দিতে হবে, এই বলেই পদ্মশ্রীর তালিকায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের নাম দেওয়া হয়েছে। এটা বাংলার পক্ষে অপমানজনক।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

18 minutes ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

3 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

4 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

4 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

4 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

4 hours ago