বিধানসভার প্রেস কর্নার ব্যবহারের ক্ষেত্রে চালু হল কিছু বিধি-নিষেধ। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় শুক্রবার জানিয়েছেন, অধিবেশন চলার সময় তাঁর অনুমতি ছাড়া প্রেস কর্নার ব্যবহার করা যাবে না। অনুমতি দেওয়া হলেও তা ৪৫ মিনিটের বেশি ব্যবহার করা চলবে না। বৃহস্পতিবার বাজেট শেষে কুৎসিত চক্রান্তে বিধানসভার প্রেস কর্নারে লাইভ সম্প্রচারের আউটপুট কেটে দেওয়া হয়, যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করতে না পারেন। সেই সময় গদ্দারের নেতৃত্বে প্রেস কর্নারে জোর করে বিজেপি বিধায়করা প্রেস মিট চালিয়ে যাচ্ছিলেন। এই ঘটনায় সরাসরি লালবাজারে এফআইআর করা হয়। মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেনকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন গোটা বিষয়টি খতিয়ে দেখার। সেই মোতাবেক পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে লাইফ সম্প্রচার বন্ধের চক্রান্ত কে বা কারা ঘটাল তা তদন্ত করে দেখতে অনুরোধ করে একটি চিঠি দিয়েছেন। শুক্রবার অধ্যক্ষ এ নিয়ে কথা বলেন পূর্ত দফতরের আধিকারিকদের সঙ্গেও।
আরও পড়ুন- গু.লি করে হ.ত্যা করতে চেয়ে আইনের দাবি করলেন বিজেপি নেতা