সপ্তাহান্তে বাতিল একগুচ্ছ লোকাল

Must read

রবিবার হওড়া থেকে বাতিল একগুচ্ছ লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন। পাশাপাশি শিয়ালদহ থেকে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে যে শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল ছাড়ে সেটি ১২ ফেব্রুয়ারি থেকে বিধাননগরে দাঁড়াবে। শুক্রবার এক বিবৃতিতে জারি করে এমনটাই জানাল পূর্ব রেল। ফের ভোগান্তির আশঙ্কা করছেন নিত্যযাত্রীরা। ব্যান্ডেল থেকে ৩৭৭৪৫, ৩৭৭৪৭, ৩৭৭৪৯ বাতিল করা হয়েছে। হাওড়া থেকে ৩৭৯১১, ৩৭৯১৩, ৩৭৯১৫, ৩৭৯১৭, ৩৭২৩৫, শিয়ালদহ থেকে ৩১১১, কাটোয়া থেকে ৩৭৯১৪, ৩৭৯১৭, ৩৭৯১৮, ৩৭৯২০, ৩৭৯২২, ৩৭৭৪৪, ৩৭৭৪৬, ৩১১১২, ০৩০৬১ আজিমগঞ্জ থেকে ০৩০৬২ ট্রেনগুলো বাতিল করা হয়েছে। এদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে ১৫৬৪৩ পুরী–কামাখ্যা এক্সপ্রেস। ব্যান্ডেল–বর্ধমান–রামপুরহাট–গুমানি–নিউ ফরাক্কা হয়ে বর্ধমান, বোলপুর, সাঁইথিয়া, রামপুরহাট, নলহাটি থেকে ট্রেনটিকে ডাইভার্ট করা হবে বলে রেলের তরফে জানানো হয়েছে। ডাইভার্ট করা হবে ১৩৪৬৬ মালদা টাউন–হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসকেও।

আরও পড়ুন- অধ্যক্ষের অনুমতি ছাড়া প্রেস কর্নার ব্যবহার নয় বিধানসভায়

Latest article