গরম পড়ার আগেই তৎপরতা কলকাতা পুরসভায়, পানীয় জল উৎপাদনে বাড়তি নজর

Must read

গরমকালের আগেই শহরে জল সরবরাহ ব্যবস্থা মসৃণ করতে উদ্যোগী কলকাতা পুরসভা। শুক্রবার পুরভবনে মেয়র পারিষদের বৈঠকে উঠল গড়িয়ায় নয়া জলপ্রকল্প সংক্রান্ত আলোচনা। ইতিমধ্যেই শহরে পানীয় জলের সরবরাহ বাড়াতে ধাপা ও গড়িয়ায় দুটি নয়া পরিশুদ্ধ জল উৎপাদন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। এবার গড়িয়ায় জলপ্রকল্প ও পাঁচটি বুস্টার পাম্পিং স্টেশন-সহ শহরের একাধিক এলাকায় জলের সরবরাহে পাইপলাইন পাতার প্রস্তাব উঠল মেয়র পারিষদের বৈঠকে। গত কয়েক বছরে শহরে প্রায় ৩০টিরও বেশি বুস্টার পাম্পিং স্টেশন তৈরি হয়েছে। যদিও এখনও কলকাতার কয়েকটি অঞ্চল থেকে পানীয় জলের ঘাটতির অভিযোগ পেয়ে টক টু মেয়রে ফোন পেয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। এদিনের বৈঠকে জল সরবরাহ নিয়ে উষ্মা প্রকাশ করেন তিনি। এত বুস্টার পাম্পিং স্টেশন করার পরও পানীয় জলের ঘাটতি থাকা নিয়ে প্রশ্ন তোলেন। বৈঠকে মহানাগরিক বলেন, গরম পড়ার আগেই জলের এই ঘাটতি মেটাতে হবে। তাই জলের উৎপাদন বাড়াতে হবে। এলাকা ধরে ধরে দ্রুত সমস্যা মেটানোর নির্দেশ দিয়েছেন তিনি। শহরে একের পর এক বুস্টার পাম্পিং স্টেশন বানানোর পাশাপাশি বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে পাম্পের সাহায্যে জলের প্রেসার বাড়িয়ে সরবরাহ ভাল করার চেষ্টা চলছে। তবে পর্যাপ্ত জলও প্রয়োজন। তাই এবার বিশুদ্ধ পানীয় জলের উৎপাদন বাড়াতে চায় পুরসভা। ইতিমধ্যেই উল্টোডাঙা, মুচিবাজার, মানিকতলা এলাকায় জলের সরবরাহ বাড়াতে ধাপায় এবং কসবা, যাদবপুর, রানিকুঠি এলাকায় জলের সরবরাহ বাড়াতে গড়িয়ার বিশুদ্ধ জল উৎপাদন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। এই কেন্দ্রগুলি কাজ শুরু করলে কলকাতায় জলের সরবরাহ আরও মসৃণ হবে।

আরও পড়ুন- সপ্তাহান্তে বাতিল একগুচ্ছ লোকাল

Latest article