সারা দেশেই গত একমাসে ভোজ্য তেলের দাম কেজি প্রতি ৮ থেকে ১০ টাকা করে কমেছে। স্বস্তি দিয়ে ফের কমতে পারে ভোজ্য তেলের দাম। কমতে পারে কেজি প্রতি ৩ থেকে ৪ টাকা করে। এমনটাই জানিয়েছে বণিকসভা সলভেন্ট এক্সট্র্যাক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। কী কারণে কমবে তেলের দাম?
আরও পড়ুন-সংসদে জঙ্গি হামলার ২০ বছর, শ্রদ্ধার্ঘ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের
বণিকসভা জানাচ্ছে, আমদানি শুল্ক কমেছে, দেশে তৈলবীজের ফলন খুব ভাল হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দামও কমে গিয়েছে। ফলে দেশীয় বাজারেও ভোজ্য তেলের দাম আবারও কমতে পারে।
এসইএ-র সভাপতি অতুল চতুর্বেদী জানিয়েছেন, গত কয়েকমাস ধরেই দেশে ভোজ্য তেলের দামে মানুষ নাজেহাল হয়ে যাচ্ছিলেন। কারণ, আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম অত্যাধিক বেড়ে গিয়েছিল। পাম তেল, সোয়া তেল, সানফ্লাওয়ার তেলের দাম অনেক বেড়ে গিয়েছিল। দীপাবলির আগে এসইএ-র পক্ষ থেকে সদস্যদের যতটা সম্ভব দাম কমাতে বলা হয়। ফের তা কমতে পারে।