তৃণমূল নেত্রী যা বলেন, সেটা করে দেখান আর বিজেপি যে প্রতিশ্রুতি দেয় সেটাকেই ভাঙে: অভিষেক

কংগ্রেসের মতো শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় বিপ্লব নয়, তৃণমূল ময়দানে নেমে লড়াই করে- তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

Must read

গোয়ায় তৃণমূলের কর্মিসভায় বিজেপি ও কংগ্রেসকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। তৃণমূল কংগ্রেস (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) সঙ্গে তিনিও রয়েছেন এখন গোয়া সফরে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিতিতে অভিষেক বলেন, তৃণমূলই হচ্ছে এখন প্রকৃত কংগ্রেস (Congress)। বিজেপির বিরুদ্ধে মাঠে নেমে বিরোধিতার বদলে কংগ্রেস শুধুমাত্র ফেসবুক-টুইটারে বিপ্লব করে। সোশ্যাল মিডিয়ায় বিপ্লব নয়, তৃণমূল ময়দানে নেমে লড়াই করে। অভিষেকের মতে, গোয়ায় অন্য রাজনৈতিক দলের সঙ্গে তৃণমূলের লড়াই নয়, এটা বিজেপি v/s গোয়ার লড়াই। একটি অগণতান্ত্রিক দলের বিরুদ্ধে গোয়ার মানুষের লড়াই। সর্বভারতীয় সাধারণ সম্পাদক পার্টি লাইন স্পষ্ট করে জানান, তৃণমূল দু’তিনটে সিট জেতার জন্য এখানে আসেনি, গোয়ায় নতুন সূর্যোদয় ঘটাতে এসেছে।

আরও পড়ুন-তেলের দাম

অভিষেক বলেন, বিজেপিকে চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা একমাত্র তৃণমূলের আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের উদাহরণ তুলে ধরে তৃণমূল সাংসদ জানান, “তৃণমূল নেত্রী যা বলেন, সেটা করে দেখান। আর বিজেপি যে প্রতিশ্রুতি দেয় সেটাকেই ভাঙে।”

আরও পড়ুন-সুরক্ষা বলয়ে ফের বিরাটরা

এর আগে ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইয়ং ব্রিগেড যেভাবে দু-তিন মাসের মধ্যে সেখানে রাজনৈতিক চিত্রটাই বদলে দিয়েছে, তৃণমূলকে বিরোধীদলের জায়গা করে দিয়েছে- সে দিকে তাকিয়ে গোয়াও। এদিন কর্মিসভায় অভিষেকের বক্তব্যে তুমুল সমর্থন জানান গোয়ার তৃণমূলের নেতাকর্মীরা।

Latest article