ঢাকা, ৭ জুলাই : নাটকীয় পটপরিবর্তন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে ২৪ ঘণ্টার মধ্যে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করলেন তামিম ইকবাল। শুক্রবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পরেই সিদ্ধান্ত বদলালেন তিনি। তৎকালীন পাক প্রেসিডেন্ট জিয়া উল হকের অনুরোধে অবসরের সিদ্ধান্ত ফিরিয়ে নেন ইমরান খান। উপমহাদেশীয় ক্রিকেটে ফের একই ঘটনার পুনরাবৃত্তি। একদিনের ক্রিকেটে বাংলাদেশের অধিনায়ক ছিলেন তামিম। বৃহস্পতিবার আচমকা সাংবাদিক বৈঠক ডেকে তিনি জানিয়ে দেন, আর ক্রিকেট খেলবেন না। কিন্তু দেশের প্রধানমন্ত্রীর নির্দেশে মাঠে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। তবে আপাতত মাস দেড়েকের বিশ্রাম। ফিরবেন এশিয়া কাপে।
আরও পড়ুন-মঞ্চে ইতিহাস সৃষ্টিকারী ‘বারবধূ’
প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বেরিয়ে সংবাদমাধ্যমকে তামিম বলেছেন, ‘‘প্রধানমন্ত্রী আমাকে দেখা করতে বলেছিলেন। ওঁর সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেছি। উনি আমাকে খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। আমার অবসরের সিদ্ধান্ত ফিরিয়ে নিচ্ছি। আমি বাকি সবার অনুরোধ নাকচ করতে পারি, কিন্তু দেশের প্রধানমন্ত্রীর অনুরোধ বা নির্দেশ অমান্য করার ধৃষ্টতা দেখাতে পারি না।’’ তামিম আরও বলেন, ‘‘আমার সিদ্ধান্ত বদলের পিছনে বোর্ড প্রধান পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল। প্রধানমন্ত্রী আমাকে দেড় মাসের জন্য ছুটিও নিতে বলেছেন। যাতে আমি মানসিকভাবে তরতাজা হয়ে মাঠে ফিরতে পারি।’’