প্রতিবেদন : যোগীরাজ্যে সমস্ত অনৈতিক, বেআইনি কার্যকলাপই যেন বৈধ। বেআইনি কার্যকলাপ চালালেও কোনও শাস্তি হয় না যোগীরাজ্যে। তাই উত্তরপ্রদেশে আটকে রাখার ভয় দেখিয়ে একটি স্কুলের শৌচালয় পরিষ্কার করানো হল খুদে পড়ুয়াদের দিয়ে। এই কাজ করেছেন খোদ ওই স্কুলের প্রধান শিক্ষক। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নিন্দায় সরব হয়েছে শিক্ষামহল থেকে নেটিজেনরা।
আরও পড়ুন-দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবেই
জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বালিয়ার সোহাভন ব্লকের পিপরা কালা নামে একটি গ্রামে রয়েছে ওই প্রাথমিক স্কুল। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ছোট ছোট পড়ুয়াদের দিয়েই শৌচালয় পরিষ্কার করানো হচ্ছে। দাঁড়িয়ে থেকে সেই কাজ করাচ্ছেন খোদ প্রধান শিক্ষক। এমনকী, তিনি হুমকি দিচ্ছেন, ভাল করে শৌচালয় পরিষ্কার না করলে তাদের আটকে রাখা হবে। নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, নাবালক ছাত্রদের কীভাবে শ্রমিক হিসেবে কাজে লাগানো হল?
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নির্দেশে সমন্বয় বৈঠক ডিজির
এ ঘটনায় নিন্দার ঝড় ওঠায় চাপে পড়ে ব্লক শিক্ষা আধিকারিক অখিলেশ কুমার ঝা বলেছেন, আমরা ওই ভিডিওর সত্যতা যাচাই করব। যদি বাস্তবে এ ধরনের এই ঘটনা ঘটে থাকে তবে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।