সংবাদদাতা, তমলুক : রাজ্যের কারেকশনাল হোম বা সংশোধনাগারে বন্দিদের সঙ্গে থাকতে পারবেন তাঁদের পরিবার। সম্প্রতি রাজ্য সরকার এমনই পদক্ষেপ নিচ্ছে, জানালেন কারামন্ত্রী অখিল গিরি (Tamluk- Minister Akhil Giri)। আগেও রাজ্যে এমন পদ্ধতি চালু ছিল। রাজ্য সরকার এই আইনের আরও সরলীকরণ করতে চাইছে। পূর্ব মেদিনীপুরের তমলুকে মিলন উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে এসে অখিল জানালেন, ‘‘এই নিয়ে শিগগিরই আমরা সিস্টেম আনছি।’’ অখিলের (Tamluk- Minister Akhil Giri) যুক্তি, ‘‘কারাগারকে আগে কারেকশনাল হোম বলতাম। এখন যে কারণে বলছি ওপেন কারেকশনাল হোম। সাজাপ্রাপ্ত কোনও বন্দি যদি পরিবার নিয়ে থাকতে চায়, তারা থাকতে পারবে।’’ কারামন্ত্রী আরও জানান, ‘‘আলিপুর সেন্ট্রাল জেলে মিউজিয়াম খোলা হয়েছে। আপনারাও গিয়ে দেখতে পারেন। সবার জন্য খুলে দেওয়া হয়েছে। কারণ এই জেলের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। আন্দামানে ঠিক যেমন সেলুলার জেলকে মিউজিয়াম করা হয়েছে। এটি করেছে পশ্চিমবঙ্গ সরকার।” অখিল জানালেন, ‘‘এখন রাজ্যে চারটি ওপেন সংশোধনাগার আছে। কয়েকদিন আগে তমলুকে সংশোধনাগারে গিয়েছিলাম। ভেতরে যাঁরা আছেন তাঁদের মধ্যে অনেক বড় বড় শিল্পী আছেন।” তাঁর মতে, ‘‘আইনের কচকচানিতে এমন মানুষরা আজ জেলে আটকে আছেন। কেউ ১২ বছর, কেউ ১৭ বছর। রাজ্য সরকার আইন শিথিল করছে তাঁদের জন্য, যাঁরা দীর্ঘদিন জেলে বন্দি।’’
আরও পড়ুন-গেরুয়া শিবিরকে কড়া বার্তা সায়নীর