প্রতিবেদন : মোহনবাগান ছাড়ার পথে প্রীতম কোটাল। বেশ কয়েকদিন আগে ক্লাব ম্যানেজমেন্টের কাছে রিলিজ চেয়ে আবেদন করেন গত মরশুমে মোহনবাগানের অধিনায়ক। কারণ, প্রীতমের সঙ্গে চুক্তি রয়েছে সবুজ-মেরুনের। কেরালা ব্লাস্টার্সের সঙ্গে নতুন চুক্তি করতে চলেছেন তারকা বঙ্গ ডিফেন্ডার।
আরও পড়ুন-‘সিউ’ উৎসবের ব্যাখ্যা রোনাল্ডোর
ক্লাব সূত্রে খবর, সোয়াপ চুক্তিতে মোহনবাগান প্রীতমকে ছাড়বে কেরালা ব্লাস্টার্সে। বিনিময়ে কেরল থেকে সবুজ-মেরুনে আসবেন ২২ বছরের মণিপুরী সেন্টার ব্যাক হরমিপম রুইভা। শুধু তাই নয়, প্রীতমকে পেতে এক কোটি টাকার মতো ট্রান্সফার ফি দিতে হবে ব্লাস্টার্সকে। শোনা যাচ্ছে, দক্ষিণের দলটির তরফে তিন বছরের চুক্তিপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে প্রীতমের কাছে। ট্রান্সফার ফি পেলে মোহনবাগান ছেড়ে দেবে প্রীতমকে।
আরও পড়ুন-অহঙ্কারী ভারত, তোপ দাগলেন রবার্টস
গত মরশুমেও সবুজ-মেরুনের অধিনায়ক ছিলেন এই বঙ্গ ডিফেন্ডার। প্রীতম রাইট ব্যাকের পাশাপাশি স্টপারেও খেলেন। আসন্ন নতুন মরশুমে আনোয়ার আলিকে দলে নিয়েছে মোহনবাগান। দেশের প্রতিশ্রুতিমান সেন্টার ব্যাক তিনি। রাইট ব্যাকে আশিস রাই, লেফট ব্যাকে শুভাশিস বোস রয়েছেন। তাই প্রীতম মোহনবাগানে থাকলে সুযোগ কম পেতে পারেন। যে কারণে দল ছাড়তে চেয়ে ক্লাবের কাছে আবেদন করেন।
মোহনবাগান এবার কোর গ্রুপ ধরে রাখলেও বেশ কিছু নতুন খেলোয়াড় সংযোজন করে দল আরও শক্তিশালী করছে। ইতিমধ্যে তারকা অস্ট্রেলীয় স্ট্রাইকার জেসন কামিন্সকে চূড়ান্ত করেছে ক্লাব। চেন্নাইয়িন এফসি থেকে মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে মিডফিল্ডার অনিরুদ্ধ থাপাকে পাওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে মোহনবাগান। এছাড়াও আনফিট জনি কাউকো এবং হুগো বুমোসের যোগ্য পরিবর্তের খোঁজে রয়েছে ক্লাব।