‘সিউ’ উৎসবের ব্যাখ্যা রোনাল্ডোর

পর্তুগিজে সিউ-এর অর্থ ‘ইয়েস’ অর্থাৎ ‘হ্যাঁ’। রোনাল্ডো জানিয়েছেন, ঠিক কবে থেকে এই গোল-উৎসব তিনি শুরু করেছেন।

Must read

রিয়াধ, ১৫ জুন : গোল করার পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ‘সিউ’ সেলিব্রেশন খেলার মাঠে অন্যতম আকর্ষণীয় মুহূর্ত। রোনাল্ডোর গোল-উৎসব অনুকরণ করেন বহু পেশাদার অ্যাথলিট এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা পর্তুগিজ তারকার ভক্তরা। এতদিন পর তাঁর ‘সিউ’ উৎসবের ব্যাখ্যা দিলেন সিআর সেভেন।

আরও পড়ুন-অহঙ্কারী ভারত, তোপ দাগলেন রবার্টস

পর্তুগিজে সিউ-এর অর্থ ‘ইয়েস’ অর্থাৎ ‘হ্যাঁ’। রোনাল্ডো জানিয়েছেন, ঠিক কবে থেকে এই গোল-উৎসব তিনি শুরু করেছেন। বলেছেন, ‘‘আমি সেলিব্রেশনের সময় বলা শুরু করি ‘সি’, মানে ‘ইয়েস’। যখন আমি রিয়াল মাদ্রিদে তখন আমরা আমেরিকায় প্রি-সিজন ম্যাচে চেলসির বিরুদ্ধে খেলছিলাম। গোল করেই সেলিব্রেশন শুরু করি। খুব স্বাভাবিকভাবেই এটা এসে যায়। তারপর থেকে নিয়মিত গোল করে এই ‘সিউ’ উৎসব করি। আমার মনে হয়, সমর্থক এবং ভক্তরা ‘ক্রিশ্চিয়ানো সিউ’-কে দারুণভাবে ভালবেসে ফেলেছে। আমার এটা দারুণ লাগে। বুঝতে পারি, মানুষ আমাকে মনে রাখছে এটার জন্য। এভাবেই ‘সিউ’ সেলিব্রেশন চালিয়ে যাব।’’

আরও পড়ুন-‘আমি অভিভূত…!’ নব জোয়ারের ৫০তম দিন আবেগঘন মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়

আল নাসেরের হয়ে প্রথম মরশুম শেষ করার পর ক্লাব ফুটবলে বিরতিতে রয়েছেন রোনাল্ডো। ১৭ জুন বসনিয়া হার্জেগোভিনার বিরুদ্ধে পর্তুগালের হয়ে ইউরো কাপের যোগ্যতা-অর্জন পর্বের ম্যাচে খেলার কথা তাঁর।

Latest article