অ্যাডিলেড, ১ অক্টোবর : পারথের হোটেলে বিরাট কোহলির ঘরের ভিডিও ফাঁস হওয়ার ঘটনায় যখন ক্রিকেট দুনিয়ায় আলোড়ন পড়ে গিয়েছে, তখন ভারতীয় শিবিরে তীব্র অসন্তোষ। যদিও বাংলাদেশ ম্যাচের আগে এই ঘটনার ধাক্কা অনেকটাই সামলে নিয়েছে ভারতীয় শিবির। তবু মুখ খুলতে বাধ্য হলেন কোচ রাহুল দ্রাবিড়ও। বিরাটের অনুপস্থিতিতে তাঁর অনুমতি না নিয়ে হোটেল কর্মীদের এই কাজ মেনে নিতে পারছেন না তিনিও। শাকিব আল হাসানদের বিরুদ্ধে ম্যাচের আগের দিন বিরাটদের হেড স্যর জানিয়ে দিলেন, এই ঘটনা অত্যন্ত হতাশাজনক।
আরও পড়ুন-রাতে শীতের পরশ
সংবাদমাধ্যমের সামনে দ্রাবিড় বললেন, ‘‘হোটেলের ঘরে ক্রিকেটাররা সব থেকে নিরাপদে থাকে। কারও ব্যক্তিগত পরিসর, গোপনীয়তা কখনও বিঘ্নিত হওয়া উচিত নয়। এই ধরনের ঘটনা মোটেও সুখকর হয় না। শুধু বিরাট নয়, সকলের কাছেই এ ধরনের ঘটনা অস্বস্তিকর এবং অনভিপ্রেত।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা বিষয়টি জানিয়েছিলাম। তাঁরা ব্যবস্থা নিয়েছেন। আশা করব, ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না। সকলে আরও সতর্ক থাকবে।’’
ঘটনার প্রভাব মাঠে বিরাটের পারফরম্যান্সে পড়বে না বলেই মনে করছেন দ্রাবিড়। বিরাটদের হেড স্যর বলেছেন, ‘‘ও বিষয়টা বেশ ভালভাবেই সামলেছে। অ্যাডিলেডে সকলের সঙ্গে অনুশীলন করেছে। স্বাভাবিক, চনমনে রয়েছে। বাংলাদেশ ম্যাচের জন্য মানসিকভাবে তৈরি।’’ এদিকে, হোটেলের ঘরের ভিডিও ফাঁসের ঘটনায় সরকারিভাবে কোনও অভিযোগ জানাচ্ছেন না বিরাট।