২০২৪ বিশ্বকাপে রোহিতকে নিয়ে সংশয়ে বিসিসিআই

বিসিসিআই সূত্রের খবর, বোর্ড কর্তারা ধরেই নিয়েছেন বিরাট ফিটনেস ধরে রাখলেও, রোহিতের পক্ষে ততদিন খেলা চালিয়ে যাওয়া সম্ভব নয়

Must read

মুম্বই, ১ নভেম্বর : এটাই কি রোহিত শর্মা ও বিরাট কোহলির শেষ টি-২০ বিশ্বকাপ? প্রসঙ্গত, পরের টি-২০ বিশ্বকাপের আসর বসবে ২০২৪ সালে। বিসিসিআই সূত্রের খবর, বোর্ড কর্তারা ধরেই নিয়েছেন বিরাট ফিটনেস ধরে রাখলেও, রোহিতের পক্ষে ততদিন খেলা চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই এখন থেকেই টি-২০ ফরম্যাটে বিকল্প নেতার খোঁজ শুরু করে দিয়েছেন নির্বাচকরা। আর রোহিতের বিকল্প হিসেবে বিসিসিআইয়ের বাজি হার্দিক পান্ডিয়া।

আরও পড়ুন-গোপনীয়তা লঙ্ঘন বিতর্ক, বিরাট পরিস্থিতি ভাল সামলেছে : দ্রাবিড়

আইপিএলে তো বটেই, জাতীয় দলের নেতা হিসেবেও অল্প সুযোগেই নিজের যোগ্যতা প্রমাণ করেছেন হার্দিক। তাই এখন থেকেই তারকা অলরাউন্ডারকে তৈরি করে রাখতে চাইছে বোর্ড। বোর্ডের এক শীর্ষ কর্তা এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘‘দেখুন পরের টি-২০ বিশ্বকাপ দু’বছর পর। তবে এখন থেকেই ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি রাখতে হবে। রোহিত গ্রেট ক্রিকেটার, দুর্দান্ত ক্যাপ্টেন। কিন্তু ২০২৪ বিশ্বকাপে ওর পক্ষে খেলা কঠিন। তাই হার্দিককে এখন থেকেই তৈরি করা হচ্ছে। দৌড়ে কে এল রাহুল ও ঋষভ পন্থও রয়েছে। তবে হার্দিকই প্রথম পছন্দ।’’

আরও পড়ুন-রাতে শীতের পরশ

জাতীয় দলের দুই তারকা রোহিত ও বিরাটের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন চেতন শর্মাও। জাতীয় নির্বাচক কমিটির প্রধান জানিয়েছেন, ‘‘বিশ্বকাপ চলাকালীন আমি কারও সঙ্গে তার ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাই না। ওরা দু’জন গ্রেট ক্রিকেটার। যদি ওদের মনে কিছু থাকে, তাহলে ওরা নিজেরাই জানাবে।’’ চেতন আরও বলেন, ‘‘বয়স একটা সংখ্যা। কেউ যদি ফিট থাকে এবং ধারাবাহিকভাবে পারফরম্যান্স করে, তাহলে সে সুযোগ পাবেই। কারণ তারুণ্যের পাশাপাশি অভিজ্ঞতাও একটা দলের সম্পদ।’’

Latest article