চ্যাম্পিয়ন্স লিগে আজ মেসিদের সামনে জুভেন্টাস

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামছে রিয়াল মাদ্রিদও। গতবারের চ্যাম্পিয়নরা ইতিমধ্যেই শেষ ষোলো নিশ্চিত করে ফেলেছে।

Must read

তুরিন, ১ নভেম্বর : বুধবার রাতে ফের চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামছে পিএসজি। লিওনেল মেসিদের প্রতিপক্ষ জুভেন্টাস। যারা ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। অন্যদিকে, মেসিদের সামনে গ্রুপ শীর্ষ থেকেই নকআউট পর্বে ওঠার চ্যালেঞ্জ। ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এইচ’-এর এক নম্বরে রয়েছে পিএসজি। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে বেনফিকা।

আরও পড়ুন-২০২৪ বিশ্বকাপে রোহিতকে নিয়ে সংশয়ে বিসিসিআই

নিজেদের ঘরের মাঠে জুভেন্টাসকে ২-১ গোলে হারিয়েছিল পিএসজি। দুর্দান্ত ফর্মে রয়েছেন মেসি-নেইমার-এমবাপে ত্রয়ী। ফলে ফিরতি লেগেও ফেভারিট হিসেবে মাঠে নামছে পিএসজি। অন্যদিকে, জুভেন্টাসের কাছে এই ম্যাচটা সম্মানরক্ষার। নিজেদের ঘরের মাঠে জেতার জন্য মরিয়া হয়েই মাঠে নামবে তুরিনের বুড়িরা।

আরও পড়ুন-গোপনীয়তা লঙ্ঘন বিতর্ক, বিরাট পরিস্থিতি ভাল সামলেছে : দ্রাবিড়

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামছে রিয়াল মাদ্রিদও। গতবারের চ্যাম্পিয়নরা ইতিমধ্যেই শেষ ষোলো নিশ্চিত করে ফেলেছে। তবে টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে আরবি লাইপজিগের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে গিয়েছিল রিয়াল। তাই স্কটিশ ক্লাব সেল্টিককে হারিয়ে জয়ের সরণিতে ফিরতে মরিয়া কার্লো আনসেলেত্তির দল। তবে রিয়ালের সেরা তারকা করিম বেঞ্জেমার মাঠে নামা চোটের কারণে অনিশ্চিত। শেষ ষোলো নিশ্চিত করে ফেলা ম্যাঞ্চেস্টার সিটিও মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে নামছে। পেপ গুয়ার্দিওয়ালার দলের প্রতিপক্ষ স্প্যানিশ ক্লাব সেভিয়া।

Latest article