১৪৪ ধারা লঙ্ঘন করে প্রচারের চেষ্টার অভিযোগ টিবরেওয়ালের বিরুদ্ধে

Must read

ভবানীপুর উপনির্বাচনে প্রচারে গিয়ে ফের পুলিশি বাধার মুখে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তিনি নির্বাচনী বিধি ভেঙে প্রচার করছিলেন বলে অভিযোগ। তাঁর সঙ্গে যে সংখ্যক কর্মী ছিল, সেই সংখ্যক লোক নিয়ে ঘুরে ঘুরে প্রচারে অনুমতি নেই। কোভিড বিধি ভাঙায় তাকে বাধা দেয় পুলিশ। অন্যদিকে, পুলিশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ায় হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি প্রার্থী।

আরও পড়ুন-অধীর ঘনিষ্ঠ কংগ্রেস নেতা মইনুল হক যোগ দিচ্ছেন তৃণমূলে

আজ, মঙ্গলবার সকালে ভবানীপুরের পটুয়াপাড়ায় প্রচারে যান প্রিয়াঙ্কা টিবরেওয়াল। ১৪৪ ধারা জারির কথা বলে সেখানে প্রচার করতে দেওয়া হয়নি বিজেপি প্রার্থীকে। তিনি বেআইনি জমায়েত করছেন। তাই পুলিশ তাঁকে সর্বোচ্চ চারজন নিয়ে ১৪৪ ধারা অঞ্চলের মধ্যে প্রচার করার অনুরোধ জানালেও প্রথমে তা মানতে চাননি আইনজীবী প্রিয়াঙ্কা। এরপরেই পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি।

Latest article