প্রতিবেদন : চলতি মাসেও চালু হচ্ছে না ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ স্টেশন। পয়লা বৈশাখ শিয়ালদহ মেট্রো চালু হতে পারে বলেই জল্পনা ছড়িয়েছিল। কিন্তু আপাতত নিশ্চিত এ মাসেও চালু হচ্ছে না শিয়ালদহ মেট্রো স্টেশন। তবে কবে তা চালু হবে, দু’দুবার পরিদর্শনের পর এখনও তা নির্দিষ্ট করে বলতে পারছেন না মেট্রো কর্তৃপক্ষ। এর আগে চালু করার দু’টি ডেডলাইনই ফেল করেছে তাঁরা। সর্বশেষ খবর, আগামী ২৫ বৈশাখ চালু হতে পারে বহু প্রতীক্ষিত শিয়ালহ মেট্রো স্টেশন।
আরও পড়ুন-পথে ইলেকট্রিক বাস
তবে সংস্থার তরফে নিশ্চিত করে কিছুই জানান হয়নি। দোলের আগেই নবনির্মিত শিয়ালদহ মেট্রো স্টেশন পরিদর্শন করেন কমিশনার অফ রেলওয়ে সেফটির কর্তারা। পরিদর্শনের পর স্টেশনের কয়েকটি জায়গায় কিছু বদলের সুপারিশ করেন তাঁরা। তারপর শুরু হয় সেই কাজ। তখনই পরিষ্কার হয়ে গিয়েছিল কোনও ভাবেই পয়লা বৈশাখ উদ্বোধন হচ্ছে না শিয়ালদহ মেট্রো স্টেশনের। এর আগে প্রাথমিকভাবে চলতি বছরের জানুয়ারি মাসে চালু করার টার্গেট নিয়েও তা করতে ব্যর্থ হয় ইস্ট-ওয়েস্ট মেট্রোর নির্মাণকারী সংস্থা কেএমআরসিএল। জানুয়ারির পর পয়লা বৈশাখ। সেটাও এখন অতীত। এই অবস্থায় ২৫ বৈশাখ হবে কিনা সেটাই প্রশ্ন।
আরও পড়ুন-পথে অ্যাপেই গাড়ির কাগজপত্রের পরীক্ষা
এর মধ্যে গত বুধবার আরও একদফা স্টেশন পরিদর্শন করেন মেট্রো রেলের শীর্ষকর্তারা। সূত্রের খবর, পরিদর্শনের পর ক্ষোভ গোপন রাখেননি তাঁরা। রেলওয়ে সেফটির নির্দেশমতো সামান্য কয়েকটি পরিবর্তন করতে কেন এত সময় লাগছে তা জানতে চান তাঁরা। নির্মাণকারী সংস্থার তরফে এর কোনও সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি। ফলে বাকি কাজ শেষ করে স্টেশন চালু করতে আরও কতদিন লাগবে তা স্পষ্ট নয়। সবমিলিয়ে শিয়ালদহ থেকে মেট্রো রেলের চাকা কবে গড়াবে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…