একশো দিনের বকেয়া মজুরির দাবিতে মিছিল

Must read

সংবাদদাতা, পুরুলিয়া : একশো দিনের কাজের প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রাস্তায় নামলেন পুরুলিয়ার (Purulia) শ্রমিকরা। তাঁদের সঙ্গে পায়ে পা মিলিয়ে প্রতিবাদে শামিল হলেন সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় (Sujay Banerjee)। মুখ্যমন্ত্রীর পুরুলিয়া (Purulia) সফরের আগের দিন এই দাবি আদায়ের মিছিল ও সভা হল পুঞ্চায়। কয়েক হাজার মানুষের মিছিলে দাবি উঠল, শ্রমিকদের পাওনা আটকে রেখে রাজনীতি করা চলবে না। সুজয় বলেন, শুধু পুঞ্চা ব্লকেই শ্রমিকেরা পাবেন ৮ কোটি ২৭ লক্ষ টাকা। জেলায় শ্রমিকদের বকেয়া রয়েছে ৮৫ কোটি টাকা। গরিব শ্রমিকদের এভাবে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা তৃণমূল কংগ্রেস মেনে নেবে না। প্রয়োজনে বৃহত্তর আন্দোলন শুরু হবে।

আরও পড়ুন: ৫, ৬ জুন প্রতিবাদ কর্মসূচি: ১০০ দিনের কাজের বকেয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী

Latest article