মেলবোর্ন, ৭ জানুয়ারি : সমর্থন বাড়ছে জকোভিচের প্রতি। এমনকী তাঁর কট্টর সমালোচক নিক কির্ঘিওস পর্যন্ত জকোভিচের দুর্দিনে তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন।
আরও পড়ুন-পরিবারের দাবি, ভাড়া বাড়িতে থাকতে দেওয়া হোক জকোকে
ঠিক কী বলেছেন তিনি? এটাই যে, একজন গ্রেট চ্যাম্পিয়নের সঙ্গে এই ব্যবহার করা ঠিক হয়নি। বিষয়টি অন্যভাবে সামলানো যেত। গতবছর অস্ট্রেলিয়ান ওপেনের সময় জকোভিচ দাবি করেছিলেন, ভ্যাকসিনের নিয়ম বদল করুক টুর্নামেন্ট সংগঠকরা। সেইসময় কির্ঘিওস তাঁকে একহাত নিয়েছিলেন। বলেছিলেন, তিনি নিজে ভ্যাকসিন নিয়েছেন। এখন তিনি বলছেন, নিজের বয়স্ক মায়ের জন্য ভ্যাকসিন নিয়েছেন। যাতে তিনি সুরক্ষিত থাকেন। কিন্তু যাই হোক না কেন, স্রেফ এরকম একটা কারণে রোজ কাগজে হেডলাইন হওয়া মোটেই বাঞ্ছনীয় নয়। জাকোভিচের পাশে দাড়িয়ে আমেরিকার প্লেয়ার জন ইসনারও বলেছেন, জকো কখনও নিয়ম ভাঙেননি। ফলে এই ব্যবহার তাঁর প্রাপ্য নয়।
আরও পড়ুন-মান রেখেছে পূজারা-রাহানে, বলছেন গাভাসকর
এদিকে, জকোভিচের প্রতি সমর্থন বাড়ছে বিশ্বের অন্য জায়গাতেও। খোদ মেলবোর্নে শুক্রবার জনা পঞ্চাশেক লোকের একটি মিছিল বেরিয়েছে বিশ্বের একনম্বর টেনিস তারকার সমর্থনে। এদিকে, চেক প্রজাতন্ত্র জানিয়েছে তাদের মহিলা খেলোয়াড় বিশ্বের ৮১ নম্বর রেনাতা ভারাসোভাকেও জকোভিচের মতো মেলবোর্নে ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। তবে অস্ট্রেলিয়ার দাবি, ভারাসোভা নাকি দেশে ফিরতে রাজি হয়েছেন।