ইংল্যান্ডকে লড়াইয়ে রাখলেন বেয়ারস্টো

বিনা উইকেটে ১৩ রান হাতে নিয়ে এদিন মাঠে নেমেছিল ইংল্যান্ড। কিন্তু অস্ট্রেলীয় বোলারদের দাপটে মাত্র ৩৬ রানেই ৪ উইকেট খুইয়ে বসেছিল ইংল্যান্ড।

Must read

সিডনি, ৭ জানুরারি : সিডনিতে ইংল্যান্ডকে টানছেন জনি বেয়ারস্টো। তাঁর অপরাজিত সেঞ্চুরির সুবাদে শুক্রবার দিনের শেষে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৫৮ রান তুলেছে ইংল্যান্ড। তবে অস্ট্রেলিয়ার থেকে এখনও ১৫৮ রানে পিছিয়ে রয়েছে ইংল্যান্ড।

আরও পড়ুন-জকোর সমর্থনে মেলবোর্নে মিছিল

আগের দিনের বিনা উইকেটে ১৩ রান হাতে নিয়ে এদিন মাঠে নেমেছিল ইংল্যান্ড। কিন্তু অস্ট্রেলীয় বোলারদের দাপটে মাত্র ৩৬ রানেই ৪ উইকেট খুইয়ে বসেছিল ইংল্যান্ড। হাসিব হামিদ ৬ রান করে মিচেল স্টার্কের শিকার হন। এরপর একে একে প্যাভিলিয়নে ফিরে যান জাক ক্রোলি (১৮), দাভিদ মালান (৩), জো রুট (০)। ওই বিপর্যয়ের মধ্যে পাল্টা লড়াই শুরু করেন বেয়ারস্টো এবং বেন স্টোকস। তবে স্টোকস এদিন শুরুতেই অবিশ্বাস্য ভাবে আউট হতে হতে বেঁচে যান। অস্ট্রেলীয় পেসার ক্যামেরন গ্রিনের বল স্টোকসের অফস্টাম্পে লাগলেও বেল পড়েনি! তাই বেঁচে যান ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার।

আরও পড়ুন-মান রেখেছে পূজারা-রাহানে, বলছেন গাভাসকর

শেষ পর্যন্ত স্টোকস আউট হন ৬৬ রান করে। বেয়ারস্টোর সঙ্গে পঞ্চম উইকেটে ১২৮ রান যোগ করেন তিনি। এদিকে, স্টোকস আউট হলেও দিনের শেষে নট আউট আছেন বেয়ারস্টো। চাপের মুখে তাঁর ব্যাট থেকে এল দুরন্ত সেঞ্চুরি। ১৪০ বলে ১০৩ করে খেলছেন তিনি। তবে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন জস বাটলার (০) ও মার্ক উড (৩৯)। ক্রিজে রয়েছেন জ্যাক লিচ (৪)।

Latest article