মুসাম্বি চাষে বাঁকুড়ায় বাড়ছে মুনাফার সম্ভাবনা

এই গবেষণা কেন্দ্রের সহ অধিকর্তা শ্রীমতি জয়া বর্মন জানান, দীর্ঘ করোনা পরিস্থিতি কাটিয়ে মানুষ স্বাভাবিক জীবনে ফিরে আসছে।

Must read

সংবাদদাতা, বাঁকুড়া : রুক্ষ, শুষ্ক বাঁকুড়ার মাটিতে তাঁদের দীর্ঘ গবেষণা নিয়ে এসেছে মুসাম্বি লেবুর উন্নত ফলন পদ্ধতি। রুক্ষ পতিত জমিতে এই লেবুর চারা লাগালে অনায়াসে তা থেকে ভালো পরিমাণে মুনাফা পেতে পারেন এই জেলার কৃষকেরা। এই তথ্য জানালেন তালডাংরা উদ্যান পালন দফতর ও গবেষণা কেন্দ্রের আধিকারিকরা।

আরও পড়ুন-অভিষেকের সভা ঘিরে আশায় চা-বলয়, শ্রমিকদের মত নিয়েই চলবে সংগঠন

এই গবেষণা কেন্দ্রের সহ অধিকর্তা শ্রীমতি জয়া বর্মন জানান, দীর্ঘ করোনা পরিস্থিতি কাটিয়ে মানুষ স্বাভাবিক জীবনে ফিরে আসছে। আমাদের বাগানের সহকর্মীরাও কাজে হাত লাগিয়েছেন। ফলে এবারের মুসাম্বির ফলন ভালো হয়েছে। জেলার সমস্ত উদ্যোগী চাষীদের তাই জানাতে চাই, বিকল্প কৃষিকাজ হিসাবে যদি বাগান করে মুসাম্বি লেবুর চাষ করা যায়, তবে অবশ্যই লাভের মুখ দেখা যাবে। এই বার্তা গোটা জেলার মানুষের কাছে ছড়িয়ে দিতে নানা আলোচনাসভায় মুসাম্বি চাষের ভবিষ্যৎ সম্বাবনার কথা তাঁর বক্তব্যে তুলে ধরবেন বলে জানান জয়া দেবী।

Latest article