অসীম চট্টোপাধ্যায়, দুর্গাপুর:লাভদায়ী সংস্থাও বিকনোর ব্যবস্থা করছে মোদি সরকার। তারই অন্যতম প্রমাণ রাষ্ট্রায়ত্ত ‘এনএসপিসিএল’। মহারত্ন সংস্থা এনটিপিসি এবং সেইল-এর ৫০ শতাংশ করে শেয়ার নিয়ে তৈরি হয়েছিল এনএসপিসিএল। দুর্গাপুর ইস্পাত ছাড়াও ভিলাই ও রৌরকেল্লা ইস্পাত কারখানায় রয়েছে এই সংস্থার বিদ্যুৎ উৎপাদনকারী ইউনিট। ২০২১-২২ অর্থ বর্ষে সংস্থাটি নিট মুনাফা করেছে ৩৬০ কোটি টাকা। গত দুটি অর্থ বর্ষে লাভের পরিমাণ যথাক্রমে ২০১৯-২০-তে ৩৬৮.৯৬ কোটি টাকা এবং ২০২০-২১-এ ৩৪৮.৬৮ কোটি টাকা।
আরও পড়ুন-শিকার ঠেকাতে হবে উৎসব, বহিরাগত রুখবে স্থানীয়রাই
এত বিপুল পরিমাণ লাভদায়ী এই বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থাটির ৭৪ শতাংশ শেয়ার বেসরকারি হাতে তুলে দেওয়ার চক্রান্ত করেছে মোদি সরকার। সেইলের ২৪ শতাংশ ও এনটিপিসি-র ৫০ শতাংশ শেয়ার বিক্রির নীল নকশা প্রায় চূড়ান্ত বলে জানা গিয়েছে। নব্বইয়ের দশকের শেষে তৈরি হয় এনএসপিসিএল। জন্মলগ্ন থেকে প্রতি বছরই বিপুল পরিমাণ লাভের মুখ দেখা এই সংস্থাটি মোদি ঘনিষ্ঠ বেনিয়াদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হতেই দুর্গাপুর শহর জুড়ে তীব্র গণ-আন্দোলন গড়ে তুলেছে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। সংগঠনের প্রবীণ শ্রমিক নেতা প্রভাত চট্টোপাধ্যায় বলেন, কোনও অবস্থাতেই একে বেসরকারি হাতে দিতে দেব না। প্রয়োজনে কারখানার ভিতরেই মাসের পর মাস চালানো হবে গণ-অবস্থান।
আরও পড়ুন-ইডেনে প্লে-অফ প্রস্তুতি দেখে গেলেন সৌরভ
যেভাবে রাষ্ট্রায়ত্ত ‘ফেরো স্ক্র্যাপ নিগম লিমিটেড’কে বাঁচাতে ‘সেভ এফএসএনএল কমিটি’ করে আন্দোলন শুরু হয়েছে, ওই একই ধাঁচে এবার ‘এনএসপিসিএল বাঁচাও কমিটি’ করে আন্দোলন চালাবে তৃণমূল।