রাজ্যপালের কোচবিহার সফরে বারণ কমিশনের

Must read

১৯ এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট। শুক্রবারই প্রথম দফার নির্বাচন কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। এই পরিস্থিতিতে রাজ্যপালের (CV Ananda bose) কোচবিহার সফরে আপত্তি নির্বাচন কমিশনের। ইতিমধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে রাজভবনে ইমেল করে জানানো হয়েছে, যেহেতু নির্বাচনী আচরণ বিধি লাগু হয়ে গিয়েছে তাই এই মুহূর্তে সিভি আনন্দ বোস কোচবিহার গেলে সমস্যা বাড়তে পারে। নিরাপত্তা নিয়েও হতে পারে সমস্যা। কারণ একটা বিশাল সংখ্যক পুলিশ ভোটের নিরাপত্তার কাজে নিযুক্ত রয়েছেন এখন। সেই কারণেই তাঁকে কোচবিহার সফর বাতিল করতে বলা হয়েছে।

আরও পড়ুন- গাড়িতে ধাক্কা, হাসপাতালে চিকিৎসাধীন কাকলি ঘোষ দস্তিদার

রাজ্যে প্রথম দফার লোকসভা ভোটের দিন রাজ্যপাল কোচবিহারে থাকবেন বলেই ঠিক করেছিলেন। তাই বৃহস্পতিবারই সকালে বায়ুসেনার হেলিকপ্টারে তিনি কোচবিহারের উদ্দ্যেশ্যে রওনা দেবেন বলে ঠিক করেছিলেন সিভি আনন্দ বোস। কিন্তু তার আগেই বোসের (CV Ananda bose) এই সফরে বাধ সাধল কমিশন।

Latest article