প্রতিবেদন : ফেলো কড়ি, মাখো তেল! টাকা দিলেই মিলবে বিজেপির প্রার্থী হওয়ার সুযোগ। কর্নাটক বিধানসভা নির্বাচনের আগে এভাবেই কোটি কোটি টাকা তুলেছিলেন গেরুয়া শিবিরের হিন্দুত্ববাদী নেত্রী চৈত্র কুন্দাপুরা। টিকিট দেওয়ার নামে এভাবে ৫ কোটি টাকা প্রতারণা করার অভিযোগে কুন্দাপুরাকে গ্রেফতার করল বেঙ্গালুরু পুলিশ। হিন্দুত্ববাদী এই নেত্রী একটা সময়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কেন্দ্রীয় কর্মসমিতির সদস্য ছিলেন।
আরও পড়ুন-সেপটিক ট্যাঙ্কে মৃত তিনজনের পরিবারকে ২ লক্ষ করে দিল রাজ্য
বিজেপি প্রার্থী করার প্রতিশ্রুতি দিয়ে ব্যবসায়ী গোবিন্দ বাবু পূজারি নামে এক ব্যক্তিকে প্রতারণা করার অভিযোগে মঙ্গলবার ৩ সহযোগীর সঙ্গে গ্রেফতার করা হয় চৈত্র কুন্দাপুরাকে। ওই ব্যবসায়ী পুলিশের কাছে অভিযোগ দায়ের করে জানান, চৈত্র এবং তাঁর ৭ সঙ্গী কর্নাটক বিধানসভা নির্বাচনে তাঁকে বিজেপির প্রার্থী করার নামে ৫ কোটি টাকা নিয়ে প্রতারণা করেছেন। অভিযোগ, ২০২৩ সালের মে মাসে বিধানসভা নির্বাচনে বাইন্দুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করার প্রতিশ্রুতি দেয়। এফআইআর অনুসারে, এই ৫ কোটি টাকার লেনদেন ২০২২ সালের জুলাই থেকে ২০২৩ সালের মার্চ মাসের মধ্যে হয়েছিল। অভিযুক্তরা জানিয়েছিল, টাকা বিশ্বনাথ নামে একজন আরএসএস নেতার কাছে রাখা আছে। কিন্তু গোবিন্দ পূজারি খোঁজ নিয়ে জানতে পারেন বিশ্বনাথ নামের কোনও নেতার অস্তিত্ব নেই। তখন গোবিন্দ বাবু তাঁর টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিলে, চৈত্র এবং তার সহযোগী গোবিন্দর সঙ্গে যোগাযোগ বন্ধ করে। এর পরই পুলিশের কাছে অভিযোগ জানান তিনি।
এফআইআরে আরও বলা হয়েছে, চৈত্রের তরফে দাবি করা হয়েছিল বিজেপির প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। ৫ কোটির আরও বেশি টাকা দাবি করা হয়েছিল প্রতারকদের তরফে।
আরও পড়ুন-বিশ্বভারতীর নির্দেশ বাতিল কলকাতা হাইকোর্টে, ছাত্রীর গবেষণায় বাধা নেই
উল্লেখ্য, এই চৈত্র কুন্দাপুরা হলেন টেলিভিশনের প্রাক্তন সঞ্চালক এবং আরএসএসের ছাত্র শাখা এবিভিপি-র প্রাক্তন নেত্রী৷ তিনি তাঁর উসকানিমূলক মুসলিম বিরোধী বক্তৃতার জন্য পরিচিত এবং বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের অনুষ্ঠানে বিশিষ্ট বক্তা হিসেবে উপস্থিত থাকেন। ২০২১ সালের অক্টোবরে বজরং দল এবং দুর্গা বাহিনী আয়োজিত একটি অনুষ্ঠানে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার জন্য পুলিশ তার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছিল। যেখানে তাঁকে চরম সাম্প্রদায়িক বিদ্বেষপ্রসূত মন্তব্য করতে শোনা গিয়েছিল। তাঁকে বলতে শোনা যায়, হিন্দু দলগুলি চাইলেই মুসলমানদের ধর্মান্তরিত করতে পারে।