প্রতিবেদন : শহরে কলকাতা পুরসভার অধীনস্থ স্কুল-কলেজগুলিকে আর দিতে হবে না সম্পত্তি কর। এই বিষয়ে আগেই বিল পাশ হয়েছে বিধানসভায়। এবার সম্প্রতি রাজ্যপালের স্বাক্ষরের পর সেই বিল কার্যকর হতে চলেছে। কলকাতা পুরসভার আওতাধীন ১৩২৯টি প্রাথমিক বিদ্যালয়, ৫৫৬টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল এবং ৭৮টি কলেজ এই সুবিধা পাবে। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলির কাছ থেকে সম্পত্তি কর বাবদ পুরসভার বকেয়া অঙ্ক ক্রমেই বাড়ছে। অথচ বিভিন্ন আর্থিক কারণে স্কুল-কলেজগুলি সম্পত্তি কর জমা দিতে পারে না।
আরও পড়ুন-রঙের মেলায় নানা মেজাজে মন্ত্রী অরূপ রায়
তাই অনেকদিন ধরেই পুর এলাকার ওইসব স্কুল-কলেজগুলিকে বকেয়া করের হাত থেকে রেহাই দেওয়ার ভাবনা-চিন্তা চলছিল। এই নিয়ে ১৯৯৪ সালে অ্যাসেসমেন্ট বিভাগের তরফে জারি করা পুরসভার ৪০ নং সার্কুলারে বেশ কয়েকটি শর্তসাপেক্ষে পুর স্কুল-কলেজগুলির সম্পত্তি কর মকুব করার কথা বলা হয়েছিল। তার মধ্যে যে জমিতে বা ভবনে স্কুল-কলেজ চলছে, তা বাধ্যতামূলকভাবে নিজস্ব হওয়া ছাড়াও একাধিক শর্ত ছিল। এরপর রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের পক্ষ থেকে সংশোধন করা হয়েছে পুর-আইনও। গত বছর সেপ্টেম্বর মাসের অধিবেশনে বিধানসভায় পাশ হয়েছে ‘দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল ২০২৩’। সেই বিল অনুযায়ী, পুর এলাকার সরকারি স্কুল-কলেজ ও সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে কোনও সম্পত্তি কর দিতে হবে না।