দিল্লি বিশ্ববিদ্যালয়ে আম্বেদকরের উপর কোর্স বাদ দেওয়ার প্রস্তাব

সংখ্যাগরিষ্ঠ মানুষের সামাজিক চিন্তাভাবনার প্রতিফলন দেখা যায় তাঁর মধ্যে। যে কারণে আম্বেদকরের উপর গবেষণা বাড়ছে।

Must read

নয়াদিল্লি : দিল্লি ইউনিভার্সিটির স্নাতক স্তরে দর্শন বিভাগের পাঠ্যক্রমে বি আর আম্বেদকরের উপর একটি ঐচ্ছিক কোর্স ছিল। আম্বেদকর সংক্রান্ত ওই বিষয়টি বাদ দেওয়ার জন্য সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক স্ট্যান্ডিং কমিটি। কমিটির ওই সুপারিশের তীব্র বিরোধিতা করেছে দর্শন বিভাগ। সংশ্লিষ্ট বিভাগের তরফে ওই কোর্সটি রাখার জন্য ভাইস চ্যান্সেলর যোগেশ সিংকে অনুরোধ করা হয়েছে। ইতিমধ্যেই বিভাগীয় পাঠ্যক্রম কমিটি ওই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে বলেছে, আম্বেদকর দেশের অন্যতম চিন্তাবিদ।

আরও পড়ুন-গেঁওখালির সার্কিট ট্যুরিজমকে নতুন আঙ্গিকে গড়বে এইচডিএ, ১৭ কোটিতে সোলার এনার্জি পার্ক

সংখ্যাগরিষ্ঠ মানুষের সামাজিক চিন্তাভাবনার প্রতিফলন দেখা যায় তাঁর মধ্যে। যে কারণে আম্বেদকরের উপর গবেষণা বাড়ছে। উল্লেখ্য, জাতীয় শিক্ষানীতি ২০২০-এর উপর ভিত্তি করে অ্যাকাডেমিক স্ট্যান্ডিং কমিটি তাদের পরামর্শ দিয়েছে। চাপে পড়ে অ্যাকাডেমিক স্ট্যান্ডিং কমিটির এক সদস্য বলেছেন, পাঠ্যক্রমে এখনও কোনও পরিবর্তন করা হয়নি। স্ট্যান্ডিং কমিটির চেয়ারপার্সন এবং কলেজগুলির ডিন বলরাম পানি বলেন, আম্বেদকর সংক্রান্ত কোর্সটি বাদ দেওয়া হচ্ছে না। পরামর্শ ছিল যে নতুন কোর্স এবং পুরনো কোর্স মিশ্রিত করে শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় করে তোলা হোক। প্রসঙ্গত, আম্বেদকরের উপর কোর্সটি ২০১৫ সালে চালু করা হয়েছিল। আম্বেদকরের জীবন ও ও কার্যাবলি ছিল ওই পাঠ্যের অংশ।

Latest article