মলদ্বীপের প্রসিকিউটার জেনারেলকে ছুরির আঘাত

ভারতপন্থী 'মলদ্বীপ ডেমোক্র্যাটিক পর্টি' মুইজ্জুকে গদিচ্যুত করার জন্য মলদ্বীপের সংসদে প্রস্তাব আনার বিষয়ে পরিকল্পনা করছিল।

Must read

মলদ্বীপের (Maldives) প্রসিকিউটার জেনারেল (Prosecutor General) হুসেন শামিমকে ছুরিকাঘাত করা হল। ইব্রাহিম সোলিহ-র প্রশাসন শামিমকে এই পদে নিযুক্ত করেছিল। সোলিহ প্রশাসন ভারতপন্থী ছিল। কিন্তু গত প্রেসিডেন্ট নির্বাচনে তিনি হেরে যান। মহম্মদ মুইজ্জু মলদ্বীপের মসনদে বসেন। মুইজ্জু যদিও চিনপন্থী। দেখা গিয়েছে, মলদ্বীপের প্রেসিডেন্ট হওয়ার পর থেকে তিনি বেশ কয়েকবার ভারতের বিরুদ্ধে সরব হয়েছেন। ভারতপন্থী ‘মলদ্বীপ ডেমোক্র্যাটিক পর্টি’ মুইজ্জুকে গদিচ্যুত করার জন্য মলদ্বীপের সংসদে প্রস্তাব আনার বিষয়ে পরিকল্পনা করছিল। কয়েকদিন আগে মলদ্বীপের রাজধানী মালের মেয়র নির্বাচনেও মুইজ্জর ‘পিপলস ন্যাশনাল কংগ্রেস’ হেরে যায়।

আরও পড়ুন-অসুস্থ কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

শামিমকে মালে শহরে ছুরিকাঘাত করা হয়েছে। তীক্ষ্ণ অস্ত্র দিয়ে আঘাত করা হয় নি। তবে একাধিকবার আঘাত করা হয়। পুলিশ এই হামলার তদন্ত শুরু করেছে। বেশ কিছুদিন ধরেই মালের রাস্তায় একাধিক রাজনীতিবিদের ওপর হামলার খবর প্রকাশ্যে আসছে। মুইজ্জুকে পদচ্যুত করতে মলদ্বীপের সংসদে প্রস্তাব পেশ হতে পারে এমনটাই মনে করা হচ্ছে। সেদেশে প্রেসিডেন্টকে ইমপিচ করার প্রস্তাব পেশ করতে যত সই প্রয়োজন, মলদ্বীপ ডেমোক্র্যাটিক পার্টি বা এমডিপি সেটা জোগাড় করে ফেলেছে ।

আরও পড়ুন-মুক্তচিন্তার অগ্রনায়ক শিবনাথ শাস্ত্রী

এই মুহূর্তে মলদ্বীপ সংসদে বিরোধী এমডিপি সংখ্যাগরিষ্ঠ। কয়েকদিন আগেই মলদ্বীপের সংসদে এমডিপি এবং শাসক পিএনসি-র সাংসদদের এক হিংসার ভিডিয়ো ভাইরাল হয়েছিল। এর মধ্যে এই হত্যাকাণ্ড সেই দেশকে একটু হলেও চিন্তায় ফেলেছে।

Latest article