সংবাদদাতা, রামপুরহাট : অমানবিক রেল উচ্ছেদের প্রতিবাদে আজ, শনিবার রামপুরহাটের সবজি বাজার বন্ধ রাখার ডাক দিয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাঁদের সঙ্গে হাত মিলিয়েছেন এলাকার সাধারণ মানুষও। শুক্রবার ফের উচ্ছেদ নোটিশ দিয়ে পূর্ব রেলওয়ে জানায়, রেলওয়ের জায়গায় অবস্থিত দোকানপাট ২১ জুনের মধ্যে খালি করে দিতে হবে। নাহলে ২২ জুন উচ্ছেদের ফলে মালপত্রের ক্ষয়ক্ষতির দায়ভার পূর্ব রেলওয়ে নেবে না। এর ফলে দীর্ঘদিন ধরে ছোটখাটো ব্যবসায় যুক্ত ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানিরা পড়েছেন চরম বিপদে। কদিন আগেই উচ্ছেদ করতে এসে মানুষের প্রতিরোধের মুখে পড়ে পিছু হটতে বাধ্য হয় রেলকর্তারা-সহ রেল পুলিশের দল।
আরও পড়ুন-বিগ বস ওটিটি সিজন ৩
আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়ে গিয়েও আচমকাই রাতারাতি এক দিনের নোটিশ জারি করে ফের উচ্ছেদের হুমকি দেওয়ায় রীতিমতো ক্ষুব্ধ এলাকার মানুষ থেকে ছোট ব্যবসায়ীরা। এর প্রতিবাদে জোটবদ্ধ সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা পথে নেমেছেন। পুনর্বাসন ছাড়াই অমানবিক রেলের এই উচ্ছেদের বিরুদ্ধে আগেও গণতান্ত্রিক পথে তাঁরা আন্দোলনের মাধ্যমে এই ধরনের উচ্ছেদ আটকে দিয়েছেন। আজ, শনিবার রেলের এই অমানবিক উচ্ছেদের প্রতিবাদে রেলপাড়ের সবজি বাজার সম্পূর্ণভাবে বন্ধ রেখে আরও বড় আন্দোলনের পথে এগোতে চান আন্দোলনকারীরা। একই সঙ্গে আজই সকালে রেলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে একটি ডেপুটেশন জমা দেওয়া হবে বলেও জানা গিয়েছে। আজ রেলপাড় রেলগেটের কাছে পেটের ভাতের লড়াইয়ে শামিল হবেন খেটে খাওয়া আপামর মানুষ বলে জানান আন্দোলনকারীদের তরফে আফতাব হোসেন, সঞ্জয় শর্মা, সাহাজাদা হোসেনরা।