জ্বালানির লাগামছাড়া মূল্যবৃদ্ধির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ

ঘোড়ার গাড়িতে মালা পরানো গ্যাস সিলিন্ডার

Must read

প্রতিবেদন: পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের রোজ লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজপথে নামল কলকাতা। রবিবার উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিট মোড় থেকে মানিকতলা মোড় পর্যন্ত হল অভিনব মিছিল। এখানে ঘোড়ায় টানা গাড়িতে মালা পরিয়ে রাখা হয়েছিল ফাঁকা রান্নার গ্যাসের সিলিন্ডার।

আরও পড়ুন: বিএসএফ-এর এলাকা বৃদ্ধি বড় ছক বিজেপি-র

মানিকতলার মোড়ে মানবশৃঙ্খল হয়। পোড়ানো হয় প্রধানমন্ত্রীর কুশপুতুল। কর্মসূচিতে ছিলেন বাংলা সিটিজেন্স ফোরামের সদস্যরা। ছিলেন 14,15,16,17,28,29,38 সহ বিরুদ্ধেবহু ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মীরা। দলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ পথসভায় বলেন,” বেপরোয়াভাবে দাম বাড়াচ্ছে কেন্দ্র। বাজারে, রান্নাঘরে আগুন লাগাচ্ছে তারা। জিএসটির নামে সংখ্যার জাগলারি করে মানুষকে ভাঁওতা দিচ্ছে। জ্বালানি থেকে টাকা তুলে করোনার টিকা বিনামূল্যে দেওয়ার নাটক করছে।”

আরও পড়ুন: পুজোয় মানুষের দায়িত্বজ্ঞানহীন আচরণ, করোনা সংক্রমণের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী

উপস্থিত ছিলেন বুলবুল শ, মৃত্যুঞ্জয় পাল, হীরক ঘোষ, গোপাল ভট্টাচার্য, বাবান সোম, দেবদ্যুতি দেব, ভাস্কর চৌধুরী, শ্যামল দত্ত, বিটু সিং,  জয় মুখোপাধ্যায়, দেবদ্যুতি দেব, সৌরভ রায়, অভিষেক মিশ্রসহ বিভিন্ন এলাকার সংগঠকরা। রাজপথে মানুষের সাড়া ছিল দেখার মত। মূল্যবৃদ্ধির বিরুদ্ধে শ্লোগান ওঠে। প্রতিবাদীদের বক্তব্য, কেন্দ্র থেকে বিজেপিকে সরাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস দেশের বিভিন্ন রাজ্যের মানুষকে সঙ্গে নিয়ে দিল্লির দিকে এগিয়ে যাবে। দিল্লিতে জনমুখী সরকার প্রতিষ্ঠা করতে হবে।

Latest article