অভিনব প্রতিবাদ। গ্যাসের বদলে কাঠের আগুনে ভোগ রান্না। বেলুড়ে রামনবমী উদযাপন অনুষ্ঠানে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে এইভাবেই সরব হল তৃণমূল যুব কংগ্রেস। রবিবার যুব তৃণমূলের (Trinamool Congress) রাজ্য সম্পাদক কৈলাস মিশ্রের উদ্যোগে বেলুড়ের মহাবীরচক হনুমান মন্দিরের রামনবমী পালিত হয়। সেখানে স্থানীয় মহিলারা সহ যুব তৃণমূলের (Trinamool Congress) কর্মীরা জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতে গ্যাসের পরিবর্তে কাঠের উনুন জ্বালিয়ে ভোগ রান্না করেন। সেইসঙ্গে কয়েকটি ফাঁকা গ্যাস সিলিন্ডারে মালা পরিয়ে সেগুলির প্রতীকী গঙ্গাপ্রাপ্তির আয়োজনও করা হয়। কৈলাস মিশ্র জানান, ‘‘জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতে গ্যাসের পরিবর্তে আমরা কাঠের উনুন জ্বালিয়ে ঠাকুরের ভোগ রান্না করলাম। পুজোপাঠের সঙ্গে সঙ্গেই আমাদের দলের যুব কর্মীরা সবাই মিলে উনুন জ্বালিয়ে ভোগ রান্না করেছি।’’