প্রচারের শেষ দিনে আড্ডার মেজাজে বাবুল, বালিগঞ্জে তৃণমূলের ঝড়

Must read

প্রতিবেদন : রবিবার বিকেলে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচার শেষ হল। মঙ্গলবার আসানসোল লোকসভা কেন্দ্রের সঙ্গে বালিগঞ্জের ভোটগ্রহণ। এদিন সকাল থেকেই প্রচারের ময়দানে ঝড় তুললেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ও গায়ক বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। সকাল থেকেই নেমে পড়েছিলেন প্রচার ও জনসংযোগে। দুপুরে বেলতলা মোটর ভেহিকেলস এলাকার পিয়ারাবাগানে হেঁটে জনসংযোগ করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বাবুল সুপ্রিয়। মিছিল বা রোড শো নয়, এদিন দলীয় কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ সারেন বাবুল (Babul Supriyo)। প্রচারে দলীয় কর্মীদের পাশাপাশি অসংখ্য সাধারণ মানুষও অংশ নেন। গলি থেকে রাজপথ সব জায়গাতেই পায়ে হেঁটে ঘুরলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। হাজির হলেন মানুষের দরজায়। তাঁদের সঙ্গে কথা বললেন। শুনলেন তাঁদের সুবিধা-অসুবিধার কথাও। বাজার ফেরত মানুষের সঙ্গে কুশল বিনিময়ও করলেন। ঘোরার ফাঁকে বিশ্রাম নিতে রাস্তাতেই চেয়ার পেতে বসে পড়েন গায়ক তৃণমূল কংগ্রেস প্রার্থী। ধীরে ধীরে সেখানেও ভিড় জমে যায়। রীতিমতো আড্ডার মেজাজে এই সময় দেখা যায় বালিগঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থীকে। স্বভাবসুলভ ভঙ্গিমায় রাস্তায় বসেই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে গল্পগুজব জুড়ে দেন বাবুল। এলাকার সমস্যার পাশাপাশি উঠে আসে ব্যক্তিগত আলাপচারিতাও। কথার ফাঁকেই দাবি উঠল, গান হোক। জনতার দাবি মেনে গানও গাইলেন বাবুল। গান শুনে রবিবারের বেলায় রীতিমতো আপ্লুত স্থানীয় মানুষ। থমকে দাঁড়ালেন পথচলতি মানুষও। এছাড়াও এদিন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের আরও কয়েকটি জায়গায় প্রচার ও জনসংযোগ সারেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। এগিয়ে এলেন শিশুকোলে মা। শিশুকে আদর করলেন বাবুল। এক বৃদ্ধার হাত নিয়ে রাখলেন নিজের মাথায়। সব জায়গাতেই মিলল বিপুল সাড়া। যেন কতদিনের পরিচিত আপনজন। সবমিলিয়ে ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে মানুষের সাড়াতেই প্রমাণিত বালিগঞ্জে তৃণমূল কংগ্রেসের জয় খালি সময়ের অপেক্ষা।

Latest article