প্রতিবেদন : নির্বাচনের আগে পাকিস্তান বিরোধী জিগির তুলে ধরে ভোট-বৈতরণী পার হওয়ার চেষ্টা করে বিজেপি। অথচ লাদাখের প্রায় ৪ হাজার বর্গকিলোমিটার জমি দখল করে নিয়েছে চিন। তা নিয়ে নীরব কেন্দ্র! লাদাখ বাঁচাতে টানা ২১ দিন লাদাখবাসীর অনশন-আন্দোলন চলার পরেও ভ্রুক্ষেপ নেই মোদি সরকারের। তাই এবার লাদাখের মানুষকে সঙ্গে নিয়ে লংমার্চ করে চিন ঠিক কতটা ভারতের এলাকা দখল করেছে, তা দেশবাসীকে জানাতে চান বিখ্যাত পরিবেশকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের প্রকৃতি ও মানুষের অধিকার রক্ষায় ২১ দিনের অনশন শেষ হলেও আন্দোলন চালিয়ে যাওয়ার যে বার্তা তিনি দিয়েছিলেন, তারই পরবর্তী পদক্ষেপ ঘোষণা করলেন এই পরিবেশ আন্দোলনকর্মী।
আরও পড়ুন- মেলেনি সাংসদ তহবিলের অর্থ, অবহেলায় পড়ে বায়ুসেনার বিমান
কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার পর থেকে নির্বিচারে লাদাখের জমি ও প্রাকৃতিক সম্পদ মুনাফা লোটার জন্য লোভী ব্যবসায়ীদের হাতে তুলে দিচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। তার বিরুদ্ধে প্রায় ৩০০ মানুষকে নিয়ে শুরু হওয়া সোনমের আন্দোলনে যোগ দিয়েছিলেন কার্গিলের ৫০০০ মানুষ ও সেখানকার বহু রাজনৈতিক-সামাজিক সংগঠন। সোনম (Sonam Wangchuk) নিজে ২১ দিন অনশন করেছেন। তারপরও প্রতিবাদ আন্দোলন চালিয়ে নিয়ে যাচ্ছেন লাদাখের মহিলারা। এরপর অনশনে বসবেন প্রথমে লাদাখের যুবসমাজ, তারপর বৌদ্ধমঠের সন্ন্যাসীরাও। পাশাপাশি সোনম বিজেপি সরকারের বঞ্চনার দ্বিতীয় দিক তুলে ধরতে নতুন আন্দোলন শুরু করবেন। এবার লাদাখে চিনের অধিকৃত জমি চিনিয়ে দিতে চাংথাং পশমিনা পর্যন্ত হাঁটবেন সোনম ও তাঁর অনুগামীরা।
লাদাখের পরিবেশ আন্দোলনকারীর দাবি, চাংথাং পশমিনা এলাকার প্রায় ৪ হাজার বর্গকিলোমিটার এলাকা দখল করে নিয়েছে চিন। ভারতীয় সেনাও সেখানে নেই। একসময় ভারতের স্বাধীনতা স্বাতন্ত্র্যকে বাঁচাতে যেমন ডান্ডি পর্যন্ত লবণ সত্যাগ্রহ-এ হেঁটেছিলেন মহাত্মা গান্ধী, এবার লাদাখকে বাঁচাতে সোনমও হাঁটবেন চাংথাং পশমিনা পর্যন্ত। ৭ এপ্রিল তিনি সেই কর্মসূচি নেবেন বলে ঘোষণা করেছেন। আর এই হাঁটার পথেই তিনি দেখিয়ে দেবেন কীভাবে জমি, প্রকৃতি ধ্বংস করে উন্নয়নের নামে শেষ করে দেওয়া হচ্ছে লাদাখকে।