মেলেনি সাংসদ তহবিলের অর্থ, অবহেলায় পড়ে বায়ুসেনার বিমান

Must read

দুলাল সিংহ, বালুরঘাট: বিগত ৫ বছরেও মেলেনি সাংসদ তহবিলের অর্থ, অর্থাভাবে বালুরঘাটে প্রতিস্থাপিত না হয়ে জঙ্গলে পড়ে ভারতীয় বায়ুসেনার বিমান (Indian Air Force aircraft), লজ্জিত বালুরঘাট! ভারতীয় বায়ুসেনা, ভারতীয় সেনা এবং ভারতীয় নৌ সেনার পরাক্রম বিশ্ববন্দিত এবং দেশের নবপ্রজন্মের অন্যতম অনুপ্রেরণার উৎস্য। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে পাকিস্তান সেনার কাছ থেকে ছিনিয়ে আনা ট্যাঙ্ক ভারতীয় সেনার পরাক্রমের সঙ্গে যুদ্ধ জয়ের নিদর্শন হিসাবে বালুরঘাট শহরের রঘুনাথপুর এলাকায় স্থাপিত। এরপর ভারতীয় বায়ুসেনার ইস্টার্ন এয়ার হেড কম্যান্ডের কাছে আবেদনের ভিত্তিতে ২০১৮ সালের নভেম্বর মাসে তৎকালীন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা সৈনিক বোর্ডের ভারপ্রাপ্ত আধিকারিক তথা ভারতীয় বায়ুসেনার প্রাক্তন স্কোয়ার্ড্রন লিডার সত্যব্রত চক্রবর্তী-র প্রচেষ্টায় সূদুর হায়দরাবাদ থেকে বালুরঘাটে এসে পৌঁছায় ভারতীয় বায়ুসেনার দীপক এইচ পি টি-৩২ জেট প্রপেলার এয়ারক্র্যাফট। বিমানটিকে প্রতিস্থাপন ও প্রতিস্থাপন স্থলের সৌন্দর্য্যায়নের জন্য মাত্র প্রায় ৩ লক্ষ টাকার প্রস্তাব পাঠিয়ে সাংসদ তহবিলের অর্থ আবেদন করে ২০১৯ সালে জেলা শাসকের দ্বারস্থ হয় জেলা সৈনিক বোর্ড। কিন্তু সাংসদ তহবিলের টাকা না মেলায় ৫ বছর পেরিয়ে গেলেও আজও প্রতিস্থাপিত হয়নি বায়ুসেনার বিমানটি। বর্তমানে আগাছা-জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে। জেলা সৈনিক বোর্ডের ওয়েল ফেয়ার অর্গানাইজার হেমন্তকুমার মুখোপাধ্যায় জানিয়েছেন বিমানটিকে স্থাপনের জন্য প্রস্তাব পাঠিয়ে সাংসদ তহবিলের অর্থের জন্য আবেদন করা হয়েছিল, সাংসদকেও বলা হয়েছিল, ফাইল পড়ে থাকে, এরপর ফাইল ফেরত চলে আসে।

আরও পড়ুন-দুর্গামন্দিরে ইফতার পার্টিতে সম্প্রীতির নজির

Latest article