মালালার প্রতিবাদ

তাই বিশ্বের সমস্ত শক্তি যেন এই তালিবানি নিষেধাজ্ঞার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এই তালিবানি নির্দেশ মানবাধিকার লঙ্ঘনের চরম দৃষ্টান্ত।

Must read

গত সপ্তাহে তালিবান শাসক এক নির্দেশে জানিয়েছে, আফগানিস্তানে মেয়েদের মাথা থেকে পা পর্যন্ত ঢাকা হিজাব ব্যবহার করতে হবে। তা নিয়ে মুখ খুললেন নোবেল জয়ী মালালা ইউসুফজাই। মালালা সাফ জানালেন, তালিবানের নির্দেশ আসলে মেয়েদের উন্নতির পথে বাধা দেওয়ার চেষ্টা। জনজীবন থেকে মহিলাদের মুছে দিতে চাইছে তালিবান।

আরও পড়ুন-ক্রিপ্টোয় ২৮%?

তাই বিশ্বের সমস্ত শক্তি যেন এই তালিবানি নিষেধাজ্ঞার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এই তালিবানি নির্দেশ মানবাধিকার লঙ্ঘনের চরম দৃষ্টান্ত। মালালা আরও বলেন, তালিবান যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা দখল করেছিল সেটা তারা পূরণ করতে পারেনি। এই অবস্থায় আফগান মহিলাদের পাশে থাকতে মুসলিম অধ্যুষিত দেশগুলিকে কাবুলের পাশে এসে দাঁড়াতে হবে। তালিবানি ফতোয়ার পর বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস।

Latest article