প্রতিবেদন : এশিয়ান গেমসের জন্য নির্বাচিত ১৭ সদস্যের ভারতীয় দলে একজন মাত্র বাঙালি রহিম আলি। বাংলার আরও যোগ্য ফুটবলারকে কেন এশিয়াডের দলে সুযোগ দেওয়া হল না, তা নিয়ে প্রশ্ন তুলে বঞ্চনার প্রতিবাদ করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এ নিয়ে নবমহাকরণে ক্রীড়া দফতরে সাংবাদিক সম্মেলন করে ক্রীড়ামন্ত্রী বলেন, ‘‘দেশের বাইরে খেলতে গেলেই ভারতীয় ফুটবলের কঙ্কাল বেরিয়ে যাচ্ছে। কিংস কাপে ইরাক ও লেবাননের বিরুদ্ধে হার তার জ্বলন্ত প্রমাণ। এখন তো ভারতীয় দলে সুযোগ পেতে হলে মাঠে গিয়ে অনুশীলনের দরকার নেই। বরং জ্যোতিষীর কাছে গিয়ে হাত দেখিয়ে নিলেই হল! ১৫ মাস আগে কেউ একজন ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি হলেন।
আরও পড়ুন-এগিয়েও ড্র মোহনবাগানের, রেফারিং নিয়ে ক্ষোভ, সুপার সিক্সের পথে কিয়ানরা
আর তারপরই দেখা যাচ্ছে, জাতীয় দলে বাংলার ফুটবলারদের সংখ্যা কমতে শুরু করেছে। ভারতীয় প্রীতম কোটাল, শুভাশিস বসু, প্রবীর দাস, প্রণয় হালদাররা নেই কেন?
এশিয়াডের দলে এক ঝাঁক তরুণ ফুটবলার সুযোগ পেয়েছে। বাংলা থেকে শুধু রহিম আলি। জেসিন টিকে, বিষ্ণুর মতো তরুণদের রাখা হল না কেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ক্রীড়া দফতরের পক্ষ থেকে সাহায্য করেই চলেছি।’’ এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত ও সহ-সভাপতি সৌরভ পাল। এদিকে, মহামেডান-খিদিরপুর ম্যাচের টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ অকালপ্রয়াত মহামেডান সমর্থক সিরাজদ্দিনের পরিবারের হাতে তুলে দেওয়া হবে। প্রয়াত সমর্থকের পরিবারকে সাহায্যের আশ্বাস ক্রীড়ামন্ত্রীর।