কমল মজুমদার, জঙ্গিপুর : এক বছর আগে এই দিনেই নিমতিতা স্টেশনে বোমা-হামলার মুখে পড়েন তৎকালীন শ্রম দফতরের প্রতিমন্ত্রী জাকির হোসেন। এখনও পর্য়ন্ত কোনও ক্ষতিপূরণ না মেলায় বৃহস্পতিবার প্রতিবাদ মিছিল করলেন হামলায় জখম মানুষরা। অরঙ্গাবাদের নেতাজি মোড়ে প্ল্যাকার্ড নিয়ে ও কালো ব্যাজ পরে প্রতিবাদ সভায় শামিল হন জাকির হোসেন ও ঘটনায় জখম ২৬ পরিবারের সদস্যরা।
আরও পড়ুন-আন্দোলনে উত্তাল বিশ্বভারতী, উপাচার্যকে হুঁশিয়ারি পড়ুয়াদের
মিছিলে যোগ দেন এলাকার ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষজনও। ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি ট্রেন ধরতে যাচ্ছিলেন মন্ত্রী জাকির হোসেন। তখনই বোমা-হামলা চালায় দুষ্কৃতীরা। গুরুতর জখম হন মন্ত্রী-সহ ২৭ জন। এই ঘটনায় রাজ্য-রাজনীতি তোলপাড় হয়ে উঠে। হামলার এক বছর পূর্তির দিনে ক্ষতিপূরণ-সহ অভিযুক্তদের গ্রেফতার ও তদন্তের দাবিতে প্রতিবাদে শামিল হলেন সেদিনের জখম ব্যক্তিরা।