মডেল স্টেশন তালিকা থেকে বারাসত বাদ পড়ায় প্রতিবাদ

তাঁরা বারাসত স্টেশনে বিক্ষোভ কর্মসূচি পালনের পাশাপাশি স্টেশন মাস্টার-সহ রেলের ঊর্ধ্বতন আধিকারিকদের স্মারকলিপিও দেন।

Must read

সংবাদদাতা, বারাসাত : মডেল স্টেশনের তালিকা থেকে বাতিল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসাতের ব্যস্ত বারাসত জংশন রেল স্টেশনের নাম। রেলের এই বিমাতৃসুলভ আচরণের প্রতিবাদে শামিল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার বারাসাতের ১০ নম্বর ওয়ার্ডের পুরপিতা দেবব্রত পালের নেতৃত্বে প্রতিবাদ ও বিক্ষোভে সামিল হলেন তৃণমূল কর্মীরা। তাঁরা বারাসত স্টেশনে বিক্ষোভ কর্মসূচি পালনের পাশাপাশি স্টেশন মাস্টার-সহ রেলের ঊর্ধ্বতন আধিকারিকদের স্মারকলিপিও দেন।

আরও পড়ুন-জিতেন্দ্রপত্নী চৈতালির আগাম জামিন খারিজ

পূর্ব রেল ৬০টি স্টেশনের মধ্যে পশ্চিমবঙ্গে ৩৮টি স্টেশনকে মডেল স্টেশন হিসেবে ঘোষণা করা হয়েছে। কয়েকদিন আগেই জানা যায়, রেল মন্ত্রক আশ্রিত ভারত স্টেশন স্কিম চালু করেছে, তাতে একাধিক স্টেশনকে মডেল স্টেশনে রূপান্তরিত করা হবে। কিন্তু সেই মডেল স্টেশন থেকে নাম বাদ গিয়েছে বারাসত জংশন রেল স্টেশনের। তারই প্রতিবাদে বৃহস্পতিবার দেবব্রত পালের নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন দেওয়া হল স্টেশন মাস্টারের কাছে। দেবব্রত জানান, বারাসতের সাংসদ ডাঃ কাকলি ঘোষদস্তিদারকেও বিষয়টি জানিয়েছেন। আগামীদিনে যদি রেল মন্ত্রক বারাসতকে মডেল স্টেশনের তালিকায় অন্তর্ভুক্ত না করে তাঁরা বৃহত্তর আন্দোলনে শামিল হবেন।

Latest article