সংবাদদাতা, হাওড়া : বারাণসীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা চালানোর চেষ্টার প্রতিবাদে গর্জে উঠল হাওড়া। বৃহস্পতিবার এই প্রতিবাদে সমবায়মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে ধিক্কার মিছিল হল। শিবপুর ট্রাম ডিপো থেকে শুরু করে হাওড়া ময়দানে গিয়ে শেষ হয় ওই প্রতিবাদ মিছিল।
আরও পড়ুন-অর্জুন-বাহিনীর তাণ্ডব
মধ্য হাওড়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত ওই ধিক্কার মিছিলে সমবায়মন্ত্রী অরূপ রায় ছাড়াও ছিলেন মধ্য হাওড়া তৃণমূল কংগগ্রেসের কার্যকরী সভাপতি সুশোভন চট্টোপাধ্যায় প্রমুখ। মিছিল থেকে হামলাকারীদের গ্রেফতারের দাবি ওঠে। সমবায়মন্ত্রী অরূপ রায় বলেন, ‘বিজেপি ভয় পেয়েছে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর এইরকম ন্যক্কারজনক হামলা চালানোর চেষ্টা করেছে। কিন্তু আমাদের নেত্রীকে এইভাবে চুপ রাখা যায় না।
আরও পড়ুন-বারাণসীতে বিক্ষোভের ঘটনা তুলে বিজেপিকে কটাক্ষ মমতার
উত্তরপ্রদেশেও নিশ্চিত পরাজয় বুঝতে পেরে বিজেপি ওই ঘটনা ঘটিয়েছে। মানুষই ওদের যোগ্য জবাব দিয়ে দেবে।’ এরই পাশাপাশি দলনেত্রীর ওপর হামলার প্রতিবাদে এদিন বিকেলে হাওড়া জেলা (গ্রামীণ) যুব তৃণমূলের সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উলুবেড়িয়ায় প্রতিবাদ মিছিল হয়। উলুবেড়িয়া স্টেশনের সামনে থেকে শুরু হয়ে এসডিও অফিসের সামনে এসে শেষ হয় মিছিল। হাওড়া শহরেও যব তৃণমূলের উদ্যোগে প্রতিবাদ মিছিল হয়।