অর্জুন-বাহিনীর তাণ্ডব

পুরভোটের ফল ঘোষণার পরই তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর চলল।

Must read

সংবাদদাতা, ভাটপাড়া : পুরভোটের ফল ঘোষণার পরই তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর চলল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছেঁড়ার অভিযোগ উঠল বিজেপি-আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, ওইসব দুষ্কৃতী বারাকপুরের গেরুয়া সাংসদের ছত্রছায়ায় বেড়ে উঠেছে। রাজনৈতিক জমি হারিয়ে নিজেদের প্রাসঙ্গিক করে তুলতেই এই ভাঙচুর।

আরও পড়ুন-বারাণসীতে বিক্ষোভের ঘটনা তুলে বিজেপিকে কটাক্ষ মমতার

এলাকায় অশান্তি তৈরি করা হচ্ছে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ রাতেই চারজনকে গ্রেফতার করেছে। সিসিটিভির ফুটেজ দেখে জগদ্দল থানার পুলিশ দুষ্কৃতীদের চিহ্নিত করেছে। বিধায়ক সোমনাথ শ্যাম জানান, ভাটপাড়া পুরসভা ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মনোজ পান্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই জয়লাভ করেছিলেন। তারপর পুরভোটে ভাটপাড়া পুরসভা এখন বিরোধীশূন্য।

আরও পড়ুন-বিভাজনের নায়ক যোগী, ঝাঁঝালো আক্রমণ মমতার

স্বাভাবিক কারণেই বিজেপি দিশাহারা। তাই দুষ্কৃতীদের দিয়ে এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ ইতিমধ্যে ৪ জনকে গ্রেফতার করেছে। দলগতভাবে দেখছি জঘন্য কাজ কী উদ্দেশ্যে করা হল। তৃণমূল কংগ্রেসের তরফে পুলিশের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বেশ কয়েকজনের নাম পেয়েছে। তাদের খোঁজখবর করা শুরু করেছে পুলিশ।

Latest article