ত্রিপুরায় এই প্রথম নয় এর আগেও বহুবার আক্রান্ত হয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপির পুলিশ অন্যায়ভাবে হেনস্থা করছে তৃণমূলের (Tmc) শীর্ষ নেতৃত্বকে। রবিবার তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষের গ্রেফতারে সেই বিবাদ তুঙ্গে উঠছে।থানার মধ্যে দফায় দফায় বিজেপির গুন্ডা বাহিনীর হাতে আক্রান্ত হতে হয়েছে তৃণমূল নেতৃত্বেকে। এর প্রতিবাদেই সোমবার সকালে কলকাতায় বিজেপির (Bjp) সদর দফতর ৬ নম্বর মুরলীধর সেন লেনের সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি হতে স্লোগান দেন তাঁরা।
আরও পড়ুন-অগাস্ট ওয়াইজম্যান জেনেটিক গবেষণার পিতা
আন্দোলনরত তৃণমূল নেতা বলেন, বাংলার গণতন্ত্র রয়েছে। সেই কারণেই বিজেপি পার্টি অফিস রয়েছে। তৃণমূল গণতন্ত্রে বিশ্বাসী। তারা দখলদারি করে না। তৃণমূলের অভিযোগ, সায়নী ঘোষের (Sayani Ghosh) বিরুদ্ধে বিপ্লব দেবের নির্দেশে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা বানচাল করতেই এই চক্রান্ত।
ইতিমধ্যেই ত্রিপুরা পৌঁছছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। যাওয়ার আগে অভিষেক বলেন, ত্রিপুরায় জঙ্গলরাজ চলছে। আইন শৃঙ্খলা নেই। আক্রান্ত সংবাদমাধ্যমও। “আমাকে মিছিল করার অনুমতি দেয়নি পুলিশ। আমরা মাথা নত করব না।” আন্দোলনের আঁচ পৌঁছেছে দিল্লিতেও। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে দেখা করার সময় না পেয়ে নর্থ ব্লকের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল সাংসদরা।