দেশের সেরা বাংলা, পড়ুয়াদের স্বীকৃতি দিয়ে টুইট গর্বিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 

National Council of Educational Research and Training (NCERT)-এর সমীক্ষা জানিয়েছে দেশের মধ্যে এই মাপকাঠিতে সবার প্রথমে রয়েছে পশ্চিমবঙ্গের পড়ুয়ারা।

Must read

বাংলার বড় সাফল্য। বাংলার ছাত্রছাত্রীরা এবার আন্তর্জাতিক স্তরে ন্যূনতম দক্ষতার মাপকাঠিকেও ছাড়িয়ে গেল । National Council of Educational Research and Training (NCERT)-এর সমীক্ষা জানিয়েছে দেশের মধ্যে এই মাপকাঠিতে সবার প্রথমে রয়েছে পশ্চিমবঙ্গের পড়ুয়ারা। টুইট করে সকলকে শুভেচ্ছা জানালেন উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-বিবেকানন্দের দেখানো পথে

মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “অত্যন্ত আনন্দ এবং গর্বের সঙ্গে আমি জানাচ্ছি দেশের মধ্যে ফের এক নম্বর স্থান অধিকার করেছে বাংলা। আন্তর্জাতিক স্তরে ন্যূনতম দক্ষতার মাপকাঠিকে ছাপিয়ে গিয়েছে বাংলার ছাত্রছাত্রীরা। দেশের মধ্যে এই দক্ষতার তালিকায় সেরা এ রাজ্যের পড়ুয়ারা। এক অনন্য নজির গড়েছে তারা। সকল ছাত্রছাত্রীকে, তাদের অভিভাবক এবং শিক্ষামহলকে আমার আন্তরিক অভিনন্দন।”

আরও পড়ুন-উচ্চমাধ্যমিকে ফর্ম পূরণ সহজ করা হচ্ছে, আধার নম্বর বাধ্যতামূলক নয়

প্রসঙ্গত শিক্ষক দিবসের অনুষ্ঠানে শিক্ষকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “একটা করে ক্লাস রাখুন নৈতিক চরিত্র গঠন নিয়ে।”আন্দোলনরত শিক্ষকদের তিনি বলেন, “যারা ন্যায়বিচার পাননি, তাঁরা আমাদের কাছ থেকেই ন্যায়বিচার পাবেন।” মুখ্যমন্ত্রী এদিন পোস্ট করেই বলেন, “কয়েকজন ছেলেমেয়ে রাস্তায় বসে ছিল। তখনকার শিক্ষামন্ত্রী বলেছিলেন, এদের নম্বর পারমিট করছে না। তা-ও আমি বলেছিলাম, ব্যবস্থা করে দিতে।” পড়ুয়াদের মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের দেশের ইতিহাস, ধর্মনিরপেক্ষতাকে জানতে হবে। শিক্ষকরা আমাদের গর্ব। বাইরে লেখাপড়া করে সবাই এখানে ফিরে আসুক।”

 

Latest article