সংবাদদাতা, আলিপুরদুয়ার : বর্ষায় নদীর দু-কূল ছাপিয়ে যায়। সমস্যা হয় পারাপারের। গ্রামবাসীরা প্রশাসনের কাছে একটি নৌকা চেয়েছিলেন। দুয়ারে সরকার শিবিরে সেই দাবিপূরণ হল কুমারগ্রামের আসাম সীমানাবর্তী সংকোশ নদীর মুসলিম চরের বাসিন্দাদের। বৃহস্পতিবার দুপুরে ওই নদীর চরের গ্রামে দুয়ারে সরকার ক্যাম্পে জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা পৌঁছান নৌকা নিয়ে।
আরও পড়ুন-ডেঙ্গির উৎস খুঁজতে উড়ল ড্রোন
নতুন নৌকা পেয়ে খুশি গ্রামের বাসিন্দারা। জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে একটি নৌকা দেওয়া হল। বাকি দাবিগুলো যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানান তিনি। উল্লেখ্য, গত মে মাসে ওই নদীর চরে বসেছিল দুয়ারে সরকারের শিবির। শিবিরে সাজানো একটি নৌকায় চড়ে এসেছিলেন জেলাশাসক। তখনও বর্ষার দিনে গ্রামের সমস্যার কথা বলে নৌকা চেয়েছিলেন গ্রামবাসীরা।