প্যারিস, ৪ জানুয়ারি : অবশেষে ছুটি কাটিয়ে প্যারিসে পা রাখলেন লিওনেল মেসি (Guard Of Honour- Lionel Messi)। তাঁর অপেক্ষায় ছিল সংবাদমাধ্যমও। বুধবার কালো রংয়ের গাড়ি থেকে আর্জেন্টাইন মহাতারকা নামতেই, ঝলসে উঠল একের পর এক ক্যামেরার ফ্ল্যাশ। পরনে কালো টি-শার্ট, কালো প্যান্ট ও ধূসর জ্যাকেট। পায়ে সাদা রংয়ের কেডস। মেসির মুখে তখন ভুবনজয়ী হাসি। দেশ থেকে ছুটি কাটিয়ে আগেও ক্লাবে ফিরেছেন মেসি। তবে এবার ফিরলেন বিশ্বকাপজয়ীর ভূমিকায়।
পিএসজির ড্রেসিংরুমে ঢোকার পর মেসিকে (Guard Of Honour- Lionel Messi) অভ্যর্থনা জানাতে এগিয়ে আসেন নেইমার দ্য সিলভা-সহ বাকি সতীর্থরা। নেইমার তো বুকে জড়িয়ে ধরেন প্রিয় বন্ধুকে। সেই সময় দু’জনের মুখেই চওড়া হাসি। যদিও আরেক সতীর্থ কিলিয়ান এমবাপের সঙ্গে এদিন দেখা হয়নি মেসির। কারণ ফরাসি তারকা আপাতত ছুটিতে রয়েছেন।
তবে চমকের আরও বাকি ছিল। পোশাক বদলে প্র্যাকটিস গ্রাউন্ডে পা রাখতেই চমকে যান মেসি। মাঠে ঢোকার মুখে দু’ধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পিএসজির ফুটবলার ও কোচিং স্টাফরা। তাঁরা হাততালি দিয়ে বরণ করে নিলেন মেসিকে। এরপর মেসির হাতে বিশ্বকাপ জয়ের উপহার হিসেবে একটি বিশেষ স্মারক তুলে দেওয়া হয়। এমন অভিনব অভ্যর্থনা পেয়ে খুশি এলএম টেনও। প্র্যাকটিসে যোগ দিলেও, মেসি পিএসজির জার্সি গায়ে চাপিয়ে কবে মাঠে নামবেন, তা নিয়ে ধোঁয়াশা থাকছে। বিশ্বকাপ ফাইনালের পর থেকেই ফুটবলের সঙ্গে কোনও সম্পর্ক নেই মেসির। তাই ম্যাচ ফিট হতে অন্তত একটা সপ্তাহ লাগবে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন-ইস্টবেঙ্গলের পথে জার্ভিস