নয়াদিল্লি: প্রথম মহিলা প্রেসিডেন্ট পেল ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন ( Indian Olympic Association President- PT Usha)। ইনি আর কেউ নন, প্রাক্তন অ্যাথলিট পি টি উষা।
৫৮ বছরের উষা এশিয়ান গেমসে বহু পদক জিতেছেন। ১৯৮৪-তে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ৪০০ মিটার হার্ডলসে তিনি চতুর্থস্থানে শেষ করেছেন। ‘পায়োলি এক্সপ্রেস’ উষার বিরুদ্ধে কোনও প্রার্থী ছিল না। আইওএ-তে দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধ উষার আসার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ২০২১-এর ডিসেম্বরে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি। আন্তর্জাতিক অলিম্পিক অ্যাসোসিয়েশন এই মাসের মধ্যেই নির্বাচনের সময়সীমা বেঁধে দিয়েছিল। না হলে সাসপেনশনের মুখে পড়ত আইওএ।
শীর্ষ পদে উষার ( Indian Olympic Association President- PT Usha) যে কোনও প্রতিদ্বন্দ্বী নেই, সেটা গত মাসেই পরিষ্কার হয়ে গিয়েছিল। বর্তমানে রাজ্যসভার সদস্য উষার বিরুদ্ধে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে চাননি। আইওএ-র ৯৫ বছরের ইতিহাসে এই প্রথম কোনও অলিম্পিয়ান ও আন্তর্জাতিক মঞ্চে পদক বিজয়ী অ্যাথলিট প্রেসিডেন্ট হলেন। এর আগে ১৯৩৪-এ একটি টেস্ট ম্যাচ খেলা মহারাজা যাদবিন্দ্র সিং ১৯৩৮-৬০ পর্যন্ত এই দায়িত্বে ছিলেন।
আরও পড়ুন-বিজ্ঞাপনে যৌনতার অভিযোগে গুগলের বিরুদ্ধে মামলা করে জরিমানার মুখে ছাত্র