প্রতিবেদন : গুজরাতের মোরবির সেতু বিপর্যয়-কাণ্ডের বিচারবিভাগীয় তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত সেই মামলা গ্রহণ করেছে। মোরবিতে সেতু বিপর্যয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪১ জনের। আহতও হয়েছেন বহু। মঙ্গলবার মোরবিতে ঘটনাস্থলে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরও পড়ুন-ভোটে প্রার্থী করার আগেই খরচ চাপাচ্ছে বিজেপি!
এরই মধ্যে ওই বিপর্যয় নিয়ে শীর্ষ আদালতে দায়ের হল জনস্বার্থ মামলা। শীর্ষ আদালতে করা আবেদনে বলা হয়েছে, এই বিপর্যয়ের কারণ অনুসন্ধান করতে যেন একটি বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটি যেন আদালতের তত্ত্বাবধানে কাজ করে। এছাড়াও এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য সারাদেশে সব পুরনো সেতু ও স্মৃতিসৌধে ভিড় সামলানোর জন্য নতুন নিয়ম জারি করার দাবিও জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী বিশাল তিওয়ারি এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন। সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি ইউ ইউ ললিত এই আবেদনটি গ্রহণ করেছেন। ১৪ নভেম্বর এই আবেদনের শুনানি হবে।
আরও পড়ুন-ভয়াবহ দূষণ
ব্রিটিশ আমলে তৈরি মোরবির ওই সেতুটি সংস্কার করেছিল ওরেভা নামে একটি সংস্থা। ২৬ অক্টোবর সেই সেতু চালু হওয়ার চারদিন পর রবিবার দুর্ঘটনা ঘটে। অভিযোগ সেতুটির স্বাস্থ্যপরীক্ষা না করেই তা খুলে দেওয়া হয়েছিল। সেতু ভেঙে পড়ার আসল রহস্য জানতে শীর্ষ আদালতে দায়ের করা হয়েছে ওই জনস্বার্থ মামলা।