ভয়াবহ দূষণ

বাজির ধোঁয়ার পাশাপাশি পাঞ্জাব, উত্তরপ্রদেশ ও হরিয়ানায় শুরু হয়েছে ফসলের গোড়া পোড়ানো। ধোঁয়ায় ঢেকেছে রাজধানীর আকাশ।

Must read

দিল্লির বাতাসের পরিস্থিতি রীতিমতো ভয়ঙ্কর হয়ে উঠেছে। দিল্লিতে শীতের পাশাপাশি বেড়ে চলেছে ভয়াবহ দূষণ। মঙ্গলবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে বাতাসের গুণগত মান একিউআর প্রায় ৪৫০-তে পৌঁছে গিয়েছে। সোমবার রাজধানীর বাতাসের পরিস্থিতি কিছুটা ভাল ছিল। বাতাসের একিউআর ছিল ৩৬১।

আরও পড়ুন-প্রয়াত স্টিল ম্যান

কিন্তু পরের ২৪ ঘণ্টায় সেটা এক ধাক্কায় বেড়ে ৪৫০-পৌঁছেছে। দিল্লির দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানিয়েছে, মঙ্গলবার সকালে দিল্লির বাতাসের গুণগত মান ছিল ৪২৬। আগামিদিনে দিল্লির সার্বিক পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। সুপ্রিম কোর্টের নিষেধ উপেক্ষা করে দীপাবলির দিন দিল্লিতে দেদার বাজি পুড়েছে। সেদিন থেকেই দিল্লির সার্বিক পরিস্থিতি বদলাতে থাকে। বাজির ধোঁয়ার পাশাপাশি পাঞ্জাব, উত্তরপ্রদেশ ও হরিয়ানায় শুরু হয়েছে ফসলের গোড়া পোড়ানো। ধোঁয়ায় ঢেকেছে রাজধানীর আকাশ।

Latest article