জনসংযোগে শুরু হল শতাব্দীর পাড়া-বৈঠক

Must read

সাঁইথিয়া ব্লকের হাতোরা গ্রামে পাড়া-বৈঠকে জনসংযোগ করলেন সাংসদ শতাব্দী রায়। এর আগে তিনি সাঁইথিয়ার অভেদানন্দ কলেজের নবীন বরণ অনুষ্ঠানে যোগ দেন। ব্লক সভাপতি সাবের আলি খান বলেন, ‘হাতোড়া পঞ্চায়েতে বহু উন্নয়ন করেছেন সাংসদ। অভিরামপুরের কালীর তোরণদ্বারের জন্য সাংসদ কোটা থেকে টাকা দিয়েছেন। এছাড়াও শ্মশানঘাট, মন্দির, রাস্তাঘাট তৈরি হয়েছে। শনিবারের বৈঠকে এক গ্রামবাসীর বল্লভপুর পুকুরঘাট বাঁধানোর প্রস্তাব লিখে নেন সাংসদ।’ শতাব্দী বলেন, ‘২০০৯ থেকে আমি পাড়ায় পাড়ায় বৈঠক করছি। গ্রামের পাড়াগুলোয় না গেলে মানুষের কাছে পৌঁছনো যায় না। তাঁদের অভাব-অভিযোগ জানা যায় না। করোনার জন্য দু-বছর বন্ধ ছিল। আবার শুরু হল।’

আরও পড়ুন- সিবিআই-ইডি দেখিয়ে হাইকোর্টের অনৈতিক প্রোটেকশনে দলবদলু

Latest article